স্বাধীনতা দিবস উদযাপন করল শুভকামনা ফাউন্ডেশনের সদস্যরা

0
587

ডেটলাইন দুর্গাপুরঃ বিশ্বজুড়ে চলছে মহামারী করোনার ধারাবাহিক দাপট। প্রথম ঢেউ পার করে এখন দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলার সঙ্গেই চলছে তৃতীয় ঢেউকে সামলানোর চূড়ান্ত তৎপরতা। ইতিমধ্যেই সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে করোনায়। স্বাভাবিকভাবেই মানুষের জীবন হঠাৎ করেই এক অন্যখাতে বইতে শুরু করেছে। যার প্রভাব পড়েছে আমাদের বিভিন্ন উৎসবগুলিতেও।কোন উৎসবই আর আগের মতো স্বাভাবিকভাবে নিয়মে পালন করা যাচ্ছে না। কঠোর স্বাস্থ্যবিধি মেনেই চলছে অনুষ্ঠান ও উৎসবের আয়োজন। গতবারের মতো এবছরও সেই প্রভাব দেখা গেল দেশের স্বাধীনতা দিবস উদযাপনের ক্ষেত্রেও।করোনা উদ্বেগকে সরিয়ে দেশের মানুষ যথাযোগ্য মর্যাদায় পালন করলেন ৭৫ তম স্বাধীনতা দিবস। কোথাও রোগিদের মধ্যে ফল মিস্টি বিতরন,কোথাও দুস্থ ছাত্রছাত্রীদের বইখাতা ও বস্ত্র বিতরন। আবার কোথাও ফুটবল বা ক্রিকেটের জমাটি আসর। এই ভাবেই দুর্গাপুর শহর জুড়ে পালিত হল দেশের ৭৫ তম স্বাধীনতা দিবস। বিভিন্ন এলাকায় একাধিক সংস্থার তরফে সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। দুর্গাপুরের অন্যতম সমাজসেবী সংস্থা শুভকামনা ফাউন্ডেশনের পক্ষ থেকেও পালন করা হল ৭৫ তম স্বাধীনতা দিবস। শুভকামনার সদস্যদের উপস্থিতিতে এখানে জাতীয় পতাকা উত্তোলন করে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপন করা হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here