ডেটলাইন দুর্গাপুর,১২ এপ্রিল: বাংলার বিভিন্ন জায়গায় যখন ধর্ম কে কেন্দ্র করে রাজনীতির দাপট, উত্তেজনা। তার মাঝেই এক অন্যচিত্র ধরা পড়ল দুর্গাপুরের রায়ডাঙায়। হনুমান জয়ন্তীর শোভাযাত্রাকে ঘিরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির দেখা গেল এই অঞ্চলে। সাম্প্রদায়িক সম্প্রীতির এক অন্যন্য নজির গড়ল দুর্গাপুরের রায়ডাঙ্গা এলাকা। শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে এখানে এক বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বাঁকুড়া মোড় এলে সেখানে রায়ডাঙ্গা এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষজন শোভাযাত্রায় অংশ গ্রহণকারীদের সরবত ও ঠাণ্ডা জল খাওয়ান। এই সময় দেখা যায় দুই সম্প্রদায়ের মানুষেরা একে অপরের মধ্যে শুভেচ্ছা বিনিময় করছেন। এই ঘটনা এই অঞ্চলের দুই সম্প্রদায়ের মানুষদের মধ্যে আন্তরিকতার সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেই মনে করেন এলাকাবাসী।
