প্রয়াত জর্জ ফার্নান্ডেজ

0
839

ডেটলাইন ওয়েব ডেস্কঃ প্রয়াত হলেন বর্ষিয়ান রাজনীতিবিদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জর্জ ফার্নান্ডেজ। দীর্ঘদিন ধরে  তিনি অ্যালজাইমার্স এবং পার্কিনসন্স রোগে ভুগছিলেন। বয়স হয়েছিল ৮৮ বছর।  ১৯৩০ সালের ৩ জুন ম্যাঙ্গালুরুতে জন্ম হয়  জর্জ ফার্নান্ডেজের। ১৯৯৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রীসভায় প্রতিরক্ষা দফতরের দায়িত্বে ছিলেন। ২০০৯ সালের অগস্ট থেকে ২০১০ সালের জুলাই পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। তাঁর হাত ধরেই শুরু হয় সমতা পার্টি। জরুরি অবস্থার বিরুদ্ধে তিনি আন্দোলন চালিয়েছিলেন। নাগরিক অধিকার রক্ষার জন্যেও কাজ করতেন তিনি। ১৯৭৭ থেকে ১৯৮০ সাল পর্যন্ত মোরারজি দেশাই সরকারেও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে কাজ করেছেন তিনি। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ৯ বার লোকসভায় নির্বাচিত হয়েছেন। জর্জ ফার্নান্ডেজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here