ডেটলাইন দুর্গাপুরঃ বাংলার সেরা উৎসব দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। ইতিমধ্যে রথযাত্রা শেষ হয়েছে। রথের দিন এবং উল্টোরথের দিন সারা রাজ্যে বহু জায়গার সঙ্গে দুর্গাপুরেও একাধিক বিগ বাজেটের দুর্গাপুজোর খুঁটি পুজো সারা হয়েছে। কিন্তু বাঙালির সেরা উৎসবের ঠিক আগে রাজ্যে ধূমধাম করে পালিত হয় সিদ্ধিদাতা গণেশের পুজো। গণেশ পুজো এলেই যেন শারদীয় উৎসব আরও কাছে চলে আসে। দুর্গাপুরেও বর্তমানে বেশ কিছু এলাকায় বড় করে গণেশ পুজোর আয়োজন হয়ে আসছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল দুর্গাপুর স্টেশন এলাকার ‘আলাপ’ ক্লাবের আকর্ষণীয় গণেশ পুজো। এবছর এই পুজো ১৮ বছরে পদার্পণ করছে। রবিবার সেই পুজোরই খুঁটিপুজো হয়ে গেল। বেশ ধূমধামের সঙ্গেই এই খুঁটি পুজো হয়। উদ্যোক্তাদের পক্ষে ক্লাবের সম্পাদক সৌরভ আইচ জানান,প্রতি বছরের মতো এবছরও গণেশ পুজো উপলক্ষ্যে ১০ দিনের মেলা বসবে। সেই সঙ্গে থাকবে প্রতিদিন নানা সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানও।














