ডেটলাইন দুর্গাপুরঃ পুজোর মরশুমে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে দুর্গাপুর জুড়ে কড়া নজরদারী শুরু করেছে পুলিশ। তারই ফলস্বরুপ কয়েকদিন আগেই দুর্গাপুর মহিলা কলেজের সামনে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া পাঁচ সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করেছিল দুর্গাপুর থানার পুলিশ। সেই ঘটনার কয়েকদিনের মধ্যে ফের এক সাফল্য পেল পুলিশ। গতকাল সন্ধেবেলা দুর্গাপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে ওয়াড়িয়া ফাঁড়ির মেনগেট এলাকায় চার দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছে। কালবিলম্ব না করে সঙ্গে সঙ্গেই সেখানে অভিযান চালায় পুলিশ। হাতেনাথে ধরে ফেলে চার সশস্ত্র দুষ্কৃতীকে। ধৃতদের নাম রাজু যাদব কাদারোড নেপালি পাড়ার বাসিন্দা, বাঁটুল বাউরী কাদারোড গ্যামনের বাসিন্দা, তপন ঘোষের বাড়ি কাদারোডে এবং বাবলু সাহানি বাঁকুড়ার সোনামুখীর বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শটার এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এএসপি (পূর্ব) বিমল কুমার মণ্ডল জানিয়েছেন,দুর্গাপুজোর আগে শহরের বিভিন্ন এলাকায় কড়া নজরদারি চালানো হচ্ছে। বিগত এক সপ্তাহের মধ্যে ৯ জন সশস্ত্র দুষ্কৃতীকে ধরা হয়েছে। এরা প্রত্যেকেই ডাকাতির সঙ্গে জড়িত। আগামী দিনেও এই অভিযান চলবে বলে জানান তিনি।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...