ঘাটতি মেটাতে দামোদরে ছাড়া হল মাছের চারা

0
1333

ডেটলাইন দুর্গাপুরঃ গত বছর দুর্গাপুর ব্যারেজের লক গেট ভেঙে গিয়ে যে বিপত্তি ঘটেছিল তাতে ব্যারেজের সব জল বের হয়ে গেছিল। সেই জলের সঙ্গেই বের হয়ে গেছিল প্রচুর মাছ। ফলে শিল্প নগরীতে এক দিকে যেমন পানিয় জলের সংকট দেখা দিয়েছিল,তেমনই সমস্যায় পড়েছিল মৎস ব্যাবসায়ীরাও।

মাছের সেই ঘাটতি পূরণে এবার সক্রিয় হল পশ্চিম বর্ধমান জেলা মৎস দফতর। গতকাল দুর্গাপুর নগর নিগমের সহযোগিতায় মৎস দফতরের পক্ষ থেকে ৩৯ নম্বর ওয়ার্ডের অধীন আশীষ নগর এলাকার দামোদরের জলে প্রায় ৪০ কেজি মাছের চারা ছাড়া হয়।“নদীতে মৎস সঞ্চার” প্রকল্পের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দিলীপ অগস্তি,৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী, মেয়র পরিষদ সদস্য রুমা পারিয়াল ও নিজাম হোসেন মণ্ডল,৩৯ নম্বর ও ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শশাঙ্ক শেখর মণ্ডল ও সিপুল সাহা।

 

গতকালের পর আজ এই প্রকল্পের অধীন ৩৮নম্বর ওয়ার্ডের হুচুক ডাঙ্গা এলাকায় দামোদরের জলে মাছের চারা ছাড়া হয়।এর সূচনা করেন ৪ নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী,উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য নিজাম হোসেন মণ্ডল, এলাকার কাউন্সিলার আলো সাঁতরা প্রমুখ।পর পর দু দিন দামোদরে মাছের চারা ছাড়ার ফলে এখানে মাছের ঘাটতি যেমন অনেকটা কমবে তেমনই উপকৃত হবেন মৎস চাষীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here