ডেটলাইন দুর্গাপুরঃ রেলে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ উঠল দুই ভুয়ো সাংবাদিকের বিরুদ্ধে। কোকওভেন থানার পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম শুভম কুমার ঢালি ও অভিজিৎ দে। শুভম শিলিগুড়ির মাটিগাড়ার বাসিন্দা এবং অভিজিৎ কলকাতার বেলঘরিয়ার বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। ঘটনায় জানা গেছে,১২ জুন অভিযুক্তরা কলকাতার নাগেরবাজার এলাকা থেকে একটি গাড়ি ভাড়া করে। দুই অভিযুক্ত গাড়ি নিয়ে প্রথমে হুগলিতে যায়। সেখানে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে একটি হোটেলে খাওয়া-দাওয়া করে। সেখানেই তারা ওই গাড়িটিতে প্রেসের স্টিকার লাগায়। সেখান থেকে দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার স্টেশন রোডের একটি লজে ওঠে। অভিযোগ নিজেদের সাংবাদিক পরিচয় দিয়েই তারা ঐ লজে থাকে এবং সেখানে তারা ১৫-২০ জনকে রেলে চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ডাকে। তাদের কাছ থেকে বেশ কিছু টাকাও নেয় বলে অভিযোগ। দুই যুবকের কাজকর্মে সন্দেহ হয় তাদের গাড়ির চালক বিশ্বজিৎ মুখোপাধ্যায়ের। তিনি কোকওভেন থানায় পুরো বিষয়টি জানিয়ে দেন। পুলিশ ওই লজে গিয়ে অভিযুক্তদের আটক করে। তাদের জেরা করার পরই আসল দুই যুবকের আসল পরিচয় পায় পুলিশ এবং তাদের গ্রেপ্তার করে।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...