ডেটলাইন দুর্গাপুরঃ রান্না করার সময় গ্যাস সিলিন্ডার ফেটে আগুনে লেগে গেলো ঘরে।আগুনে ভস্মীভূত হয়ে যায় ঘরের সমস্ত জিনিসপত্র। আজ সন্ধ্যের দিকে ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সি-জোন-এর সোনারতরী বস্তি এলাকায়। বাড়ির মালিক সুজিত কুমার বারনাওাল জানান তার স্ত্রী রান্না করার সময় এই বিপদটি ঘটে। সুজিত বাবু একটি মোবাইল কম্পানিতে কাজ করেন। সেই সুত্রে ঘরের মধ্যে বেশ কিছু মোবাইল –চার্জার সহ অন্যান্য জিনিসপত্র ছিল আগুনে সবই পুড়ে গেছে। তিনি জানান আনুমানিক প্রায় আড়াই লক্ষ টাকা ক্ষতি হয়েছে। ঘটনার কিছু খনের মধ্যে দমকলের একটি ইঞ্জিন ঘটনার স্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তা না হলে আসে-পাশের বাড়িতে আগুন ছড়িয়ে পরার আশঙ্কা ছিল। আগুনে জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।