ডেটলাইন দুর্গাপুরঃ কর্নিয়া সংগ্রহে দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি পূর্ব ভারত দ্বিতীয় স্থান অধিকার করল। প্রথম স্থান পেল শ্রীরামপুর। দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি ২৫৮ টি কর্নিয়া সংগ্রহ করে দ্বিতীয় এবং শ্রীরামপুর প্রায় ৫০০টি কর্নিয়া সংগ্রহ করে সমগ্র পূর্ব ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করল।
দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির সাফল্যে দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা বলেন, আমরা জানি কয়েক বছর ধরেই এরা অনেক ভালো কাজ করে চলেছেন। তারা মরোনত্তর চক্ষুদান থেকে শুরু করে চোখ অপারেশন ও সব ধরনের বড় কাজ করে আসছেন। দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটি দুর্গাপুর শিল্পাঞ্চলে মরণোত্তর চক্ষুদান নিয়ে সারা বছর প্রচার করে আসছে। দুর্গাপুর ব্লাইন্ড রিলিফ সোসাইটির এই সাফল্যে দুর্গাপুরবাসী ও গর্বিত।