ডেটলাইন দুর্গাপুর,১ মার্চঃ বাংলার এক অন্যতম উৎসব হল দোল বা বসন্ত উৎসব। আগামী ১৪ মার্চ রঙের সেই উৎসবে সাধারন মানুষ যাতে কেমিকেল রং ব্যবহার না করে জৈব ভেষজ রং নিয়ে এই উৎসবে সামিল হয়,সেই বার্তাই দেওয়া হল এক সচেতনতা অনুষ্ঠানে। এদিন সকালে সিটি সেন্টার বাস স্ট্যান্ড এলাকায় আসন্ন দোল উৎসব নিয়ে সচেতনতার এই প্রচার কর্মসূচীর আয়োজন করেছিল নিউজ পেপার এডিটর্স গিল্ড অফ পশ্চিম বর্ধমান। সহযোগিতায় ছিল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুর থানা। এখানে উপস্থিত ছিলেন এডিডিএর চেয়ারম্যান কবি দত্ত,এসিপি(পূর্ব)সুবীর রায়,দুর্গাপুর থানার ওসি সঞ্জীব দে,সিটি সেন্টার ফাঁড়ির আইসি সুদীপ্ত বিশ্বাস এবং পান্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী। এই উপলক্ষ্যে দোল উৎসবের সচেতনতার বার্তা দিয়ে একটি ট্যাবলোর শুভ সূচনা করেন নরেন চক্রবর্তী। প্রচারে কেমিকেল রঙের পরিবর্তে জৈব ভেষজ রং ব্যবহারের বার্তা দেওয়ার পাশাপাশি অবলা জীবজন্তুর গায়ে অহেতুক রং দিয়ে তাদের বিরক্ত না করার বার্তাও দেওয়া হয়েছে এই কর্মসূচীতে। দুর্গাপুর থানার আধিকারিক সঞ্জীব দে বলেন,এই ধরনের উদ্যোগ সাধারনত পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়। তবে সংবাদপত্রের সম্পাদকদের সংগঠন এবার এই কর্মসূচীতে এগিয়ে এসেছে দেখে ভালো লাগল।নিঃসন্দেহে এটি একটি সাধু উদ্যোগ।