ডেটলাইন দুর্গাপুরঃ রবিবারের সকাল। ছুটির মেজাজ চলছে। ঘড়িতে তখন সকাল ১০টা ৪০। মহিলারা ব্যস্ত বাড়ির কাজে। কেউ কেউ চা বা টিফিন খাচ্ছেন।আচমকাই কম্পন। কিছু বোঝার আগেই একটা ঝাঁকুনি। কেঁপে উঠল দুর্গাপুরসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়ার সঙ্গে ভূমিকম্প অনুভূত হয় মালদা ও মুর্শিদাবাদেও। কম্পন টের পাওয়ামাত্রই আতঙ্কে বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে পড়েন স্থানীয়বাসিন্দারা। শাঁখ বাজাতে শুরু করেন বাড়ির মহিলারা।দুর্গাপুরে হুড়োহুড়ি করে বাড়ি থেকে বের হতে দেখা যায় অনেককেই। কম্পন অবশ্য খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি।তবে আফটার শক বা ফের কম্পনের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। জানা গেছে এর উৎপত্তি বাঁকুড়া থেকে। তীব্রতা ছিল ৪.৮। দুর্গাপুরে সাত সেকেন্ড হলেও বাঁকুড়ায় এর স্থায়িত্ব ছিল প্রায় ১ মিনিট। এখনও পর্যন্ত যা খবর, তাতে কিছু বাড়িতে হালকা ফাটল দেখা দিলেও বড় ধরনের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...