দুর্গাপুর-চেন্নাই উড়ান শুরু হচ্ছে

0
899

ডেটলাইন দুর্গাপুরঃ অণ্ডাল থেকে চেন্নাই বিমান পরিষেবা শুরু করতে চলেছে স্পাইসজেট। আগামী ২৭ অক্টোবর থেকে প্রতিদিন ১৬৮ আসন বিশিষ্ট একটি বিমান অণ্ডাল ও চেন্নাই রুটে চালানোর সিদ্ধান্ত নিয়েছে ওই বেসরকারি বিমান সংস্থা। জানা গিয়েছে, চেন্নাই থেকে বিকেল ৫টা ৩৫ মিনিটে রওনা হয়ে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে অণ্ডাল বিমানবন্দরে অবতরণ করবে বিমানটি। এরপর রাত ৮টা ২০ মিনিটে অণ্ডাল থেকে উড়বে সেটি। চেন্নাইতে অবতরণ করবে রাত ১০টা ৪৫ মিনিটে। উল্লেখ্য, বর্তমানে অণ্ডাল থেকে দিল্লি, মুম্বই ও হায়দরাবাদ রুটে বিমান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া ও স্পাইসজেট। এই উড়ান চালু হলে আসানসোল দুর্গাপুর সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের বিশেষ সুবিধা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here