ডেটলাইন দুর্গাপুর: ফের করোনা হানা দেওয়ায় বিভিন্ন জায়গার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুরে ব্লাড ব্যাংক গুলিতে রক্ত সরবরাহে বিঘ্ন হতে শুরু করেছে। কারণ,দ্বিতীয় দফায় কোভিড সংক্রমণ অত্যধিক বেড়ে যাওয়ায় স্বেচ্ছা রক্তদান শিবিরগুলি অনিশ্চিত হয়ে পড়েছে। অন্যদিকে ভ্যাক্সিন নেওয়ার কারণে দাতার সংখ্যা কমছে। ভ্যাক্সিন নেওয়ার পর ২৮ দিন রক্ত দেওয়া যাবে না । ১৮ বছর বয়সীদের ভ্যাক্সিন দেওয়ার কারণে আগামী ১ মে আরও কমবে। এই কঠিন সময়ে রক্ত বিলি বন্টন বিষয়ে সরকারের একটা গাইড লাইন দরকার। এই অবস্থায় এবারও কোভিড যুদ্ধে সামিল হয়েছে দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম। দেখা যাচ্ছে প্রায় সর্বত্রই যথেচ্ছভাবে অপ্রয়োজনে রক্তের রিকিউজিশান আসছে। যা অবশ্যই নিয়ন্ত্রণ করা দরকার। এই মুহুর্তে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের স্টক পজিশন খুবই উদ্বেগের।
রক্ত রয়েছে- ও পজিটিভ ০১টি, বি পজিটিভ ০৪ টি, এ পজিটিভ ০১ টি এবং এবি পজিটিভ ০৪ টি রয়েছে। এই রক্ত সংকট নিরসনের জন্য করোনার ভয়াবহতার মধ্যেও মে মাসে ৩০০ ইউনিট এবং জুন মাসে ৩০০ ইউনিট রক্ত সংগ্রহ করার লক্ষমাত্রা নিয়েছে দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম, যাতে পশ্চিম বর্ধমান জেলার ব্লাড সেন্টারগুলিতে কোন সংকট না হয়। সেই সঙ্গে কোভিড জয়ীদের নিয়ে পুনরায় প্লাজমা ডোনেশন ক্যাম্পও করা হবে। ফোরামের পক্ষে জানানো হয়েছে গত বছরের মতো এবছরও ব্লাড ব্যাংকের ভেতরে প্রচুর পরিমানে ন্যানো ক্যাম্প করা হবে। ১লা মে ২০২১ দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার এর অভ্যন্তরে ন্যানো ক্যাম্পের আনুষ্ঠানিক সূচনা করা হবে। ব্লাড সেন্টারের অভ্যন্তরে রক্তদান করার করার জন্য State Blood Transfusion Council থেকে সার্কুলার ও আবেদন জরুরী। এছাড়াও ব্যক্তিগত ভাবে এসে ব্লাড সেন্টারে রক্তদান করতে পারেন। এই ইনহাউস ভলান্টারি ডোনেশন এর ক্ষেত্রে ডোনাররা সার্টিফিকেট, ব্লাড ক্রেডিট কার্ড ও রিফ্রেশমেন্ট চার্জ পাবেন। একটি বিশেষ হেল্পলাইন নম্বর ৮৬০৯৮০৫৪০৭ চালু করা হয়েছে রক্তের সন্ধান দেবার জন্য। ফোরামের এই মহৎ প্রচেষ্টার সাথে সামিল থাকবে বিভিন্ন প্রান্তের স্বেচ্ছাসেবী সংগঠন গুলিও। যেমন ‘আমাদের পরিবহন সংস্থা’,মিশন উড়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন,অন্ডাল ব্লক ব্লাড ডোনার্স ফোরাম, উখড়া ব্লাড ডোনার্স ক্লাব, প্রয়াস – দুর্গাপুর ফরিদপুর ব্লক ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশন, দি মিশন পান্ডবেশ্বর, পান্ডবেশ্বর ব্লক ব্লাড ডোনার্স ফোরাম, এক বিন্দু , কাঁকসা ব্লক ব্লাড ডোনার্স ফোরাম।প্রসঙ্গত নির্বাচনের সময়েও গত ১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ফোরামের পক্ষে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টারের সাথে যৌথভাবে ১৪টি শিবির হয়েছে। মোট সংগ্রহ ৩৪৫ ইউনিট। তারমধ্যে আসানসোল জেলা হাসপাতাল ব্লাড সেন্টারে মোট সংগ্রহ ৪০ ইউনিট। কোভি ডের দ্বিতীয় ধাক্কার এই সময়েও সেই অভিযান চালিয়ে যেতে বদ্ধপরিকর ফোরাম।
Home আসানসোল-দুর্গাপুর ফের ন্যানো ক্যাম্প করে রক্ত সংগ্রহ অভিযানে নামছে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড...