বিরল গ্রুপের রক্তদান শিবির করে দেশে নজির গড়ল দুর্গাপুর

0
903

ডেটলাইন দুর্গাপুরঃ অনেক ক্ষেত্রেই রাজ্য ও দেশের মধ্যে নজির গড়েছে দুর্গাপুর। সেরকমই স্বেচ্ছা রক্তদান আন্দোলনের  ক্ষেত্রেও দুর্গাপুর অনেক আগেই রাজ্যের মধ্যে বিশেষ ভূমিকা নিয়েছে। করোনা আবহে দুর্গাপুরে রক্ত সংকটের মোকাবিলায় যথেষ্ঠ উদ্যোগী ভূমিকা নিয়েছে দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম। সম্প্রতি দুর্গাপুর ইস্পাত হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে রক্তদান শিবিরের সূচনাও হয়েছে ফোরামের উদ্যোগেই। এবার দেশের মধ্যে প্রথম দুর্গাপুরেই  শুধুমাত্র বিরল গ্রুপের রক্তদাতাদের নিয়ে শিবির  আয়োজন করল ফোরাম। এদিন এই বিশেষ শিবিরটির আয়োজন হয়েছিল ইস্পাত নগরীর বিজোনে তানসেন অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গনে। শিবির শুরুর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক সন্তোষ দেবরায়, ডেপুটি মেয়র অনিন্দিতা মুখার্জি, মেয়র পারিষদ মনি দাশগুপ্ত,বরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জি, কাউন্সিলর ধৃতি ব্যানার্জি, ডাঃ করবী কুন্ডু, ডাঃ সঞ্জীব চ্যাটার্জি,জেলা সমন্বয় কমিটির সম্পাদক অসীম সরকার সহ বিশিষ্টজনেরা। এরকম একটি  অসাধারন উদ্যোগের সবাই প্রশংসা করেছেন। রক্তদাতাদের মধ্যে জেলা সেসন জাজ আবুল হোসেনও ছিলেন। মোট ৪ জন মহিলাও রক্ত দেন। এই রক্তদান শিবির উপলক্ষ্যে সুন্দর করে সাজিয়ে তোলা হয়েছিল এলাকাটি। সব মিলিয়ে এক মনোজ্ঞ পরিবেশে এদিন মোট ২৫ জন রক্তদান করেছেন। বিরল রক্তদাতাদের মধ্যে ছিলেন A নেগেটিভ ৪ জন,B নেগেটিভ ৬ জন,O নেগেটিভ ৭ জন, AB নেগেটিভ ২জন এবং AB পজিটিভ ৬ জন। এরা সবাই দুর্গাপুর মহকুমা এলাকার বাসিন্দা। প্রত্যেক রক্তদাতাকে শুভেচ্ছা স্মারক দেওয়া হয়। ফেডারেশন অফ ব্লাড ডোনার অর্গানাইজেশনস অফ ইন্ডিয়ার  পশ্চিমবঙ্গ রাজ্য শাখার সম্পাদক কবি ঘোষ তাঁর স্বাগত ভাষনে জানান, ‘২০১৯ সালের ২১ ডিসেম্বর ডিএসএমএস কলেজে আমরা প্রথম নেগেটিভ গ্রুপের রক্তদাতা সংগঠকদের নিয়ে রাজ্য সম্মেলন করেছিলাম। সেই সম্মেলন থেকেই আমরা স্থির করেছিলাম নেগেটিভ তথা বিরল গ্রুপের রক্তদাতাদের নিয়ে শিবির করা হবে। বিরল রক্তের গ্রুপের অধিকারীদের কাছে নিয়মিত রক্তদান করার জন্যই এই উদ্যোগ। খুবই কম বিরল গ্রুপের ব্যক্তিরা নিয়মিত রক্তদান করেন। অথচ চাহিদা বাড়ছে। আর মানুষকে মানুষের রক্ত দিয়েই বাঁচাতে হবে’। দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের পক্ষে রাজেশ পালিত ও তানসেন এ্যাথলেটিক ক্লাবের পক্ষে প্রসেনজিৎ দত্ত সকল রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here