অবশেষে দেড় মাস পর স্বাভাবিক হলো দুর্গাপুর ব্যারেজ,শুরু হল গাড়ি চলাচল

0
213

ডেটলাইন দুর্গাপুর,১৫ জুনঃ অবেশেষে সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হল দুর্গাপুর ব্যারেজের সেতুর রাস্তা সংস্কারের কাজ। বর্ষার কারনে কাজ শেষ করার সময় নির্ধারিত ছিল ১৫ জুন। সেই সময়ের মধ্যেই কাজ শেষ হওয়ায় রবিবার থেকেই দুর্গাপুর ব্যারেজের রাস্তা যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। জানা গেছে, সোমবার থেকে পুরোদমে রাস্তায় যানবাহন চলাচল শুরু হবে। ফলে ব্যারেজের রাস্তায় যান চলাচল স্বাভাবিক হলে বাঁকুড়া-দুর্গাপুর রাজ্য সড়ক হয়ে যাতায়াতকারীদের ভোগান্তি লাঘব হবে। বাঁকুড়া জেলা প্রশাসনের এক আধিকারিক বলেছেন, রবিবার দুপুর থেকে বাসের পাশাপাশি ব্যারেজের উপর দিয়ে বাইক, চার চাকার যানবাহন যাতায়াত শুরু হল। তাই,একইসঙ্গে দামোদর নদের উপর তৈরি অস্থায়ী রাস্তাটি পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত,শনিবার বড়জোড়া ব্যারেজের সংস্কার কাজ সম্পূর্ণ হওয়ার বিষয়টি তদারকি করেন বিধায়ক অলোক মুখোপাধ্যায়। তিনি বলেছেন, সাধারণ মানুষের কথা ভেবে বর্ষার আগেই ব্যারেজের সংস্কার কাজ শেষ করার ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন। বিকল্প রাস্তা তৈরি থেকে মূল রাস্তার সংস্কার কাজ, সবকিছুই দ্রুততার সঙ্গে শেষ হয়েছে। তিনি আরও বলেছেন, ব্যারেজের সেতু বহু পুরনো। সেটির আপাতত সংস্কার হল। তবে আগামী দিনে দামোদর নদের উপর একটি বিকল্প সেতু তৈরি করা প্রয়োজন রয়েছে। নতুন সেতু ও বড়জোড়ায় রাজ্য সড়কের উপর উড়ালপুল নির্মাণের দাবি মুখ্যমন্ত্রীর কাছে জানানো হয়েছে বলেও তিনি জানান। উল্লেখ্য‌,দুই লেন বিশিষ্ট ব্যারেজের রাস্তা সংস্কার সহ অন্যান্য কাজের জন্য প্রায় দু’কোটি টাকা খরচ হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here