অবশেষে বাঁকুড়া মোড়ের নতুন সেতু চালু হল

0
834

ডেটলাইন দুর্গাপুরঃ কথা ছিল দুর্গাপুজোর আগেই চালু হয়ে যাবে দুর্গাপুরের বাঁকুড়া মোড়ের ডিভিসির বর্ধমান সেচ খালের উপর তৈরী নতুন সেতুটি। কিন্তু মাঝে বৃষ্টির কারনে সেতুর দু পাশে মাটির কাজ সম্পূর্ণ না হওয়ায় তা সম্ভব হয়নি। অবশেষে শুক্রবার থেকে নবনির্মিত এই সেতুতে গাড়ি চলাচল শুরু হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবেই গাড়ি চলছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। সে কারনেই এখন যানবাহনের গতিবেগ ৩০ কিলোমিটারের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। খুব শিঘ্রই আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন হবে বলে জানা গেছে। প্রসঙ্গত উল্লেখ্য,ডিভিসি ব্যারেজ নির্মাণের সময়ে ১৯৫৬ সালে উত্তর ভারতের সঙ্গে দক্ষিণ ভারতের যোগাযোগকারী এই গুরুত্বপূর্ণ সেতুটি নির্মাণ করা হয়েছিল। এই সেতু দিয়েই দুর্গাপুরের সঙ্গে বাঁকুড়া,পুরুলিয়া,দুই মেদিনীপুর যাওয়া আসা করা যায়। কিন্তু ১৯৭৮ সালের বন্যায় ব্যাপক ক্ষতি হয় সেতুটির। তখন থেকেই বিপদজনক এই সেতুতে একদিকে যেমন যান চলাচলের গতি নিয়ন্ত্রন করা হতে থাকে তেমনই ১০ টনের বেশি পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়। এছাড়াও তখন থেকেই বিকল্প একটি সেতু নির্মাণের পরিকল্পনাও চলতে থাকে। অবশেষে ২০১৪ সালে এই সেতুর ঠিক পাশেই নতুন একটি সেতু নির্মাণের কাজ শুরু হয়। চার বছরের মাথায় শেষ পর্যন্ত সেই নতুন সেতু চালু হওয়ায় একদিকে যেমন পুরানো সেতুর বিপদ কাটল তেমনই উত্তর ভারতের সঙ্গে যোগাযোগের রাস্তাও এবার সুগম হল। পাশাপাশি এবার পণ্য পরিবহনের ক্ষেত্রেও অনেকটাই সুবিধা হবে। সেতুর দু পাশে পথচারীদের যাতায়াতের সুবিধার জন্য আলাদা জায়গা করা হয়েছে বলে সেতুতে চলাচলে বিপদও এড়ানো যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here