ডেটলাইন দুর্গাপুর,১৪ এপ্রিলঃ মুখ্যমন্ত্রীর উপর হামলা হতে পারে- ফেসবুকে এই ধরনের বিতর্কিত মন্তব্য করার জন্য দুর্গাপুরের এক প্রাক্তন রেল কর্মীকে গ্রেফতার করেছে দুর্গাপুর মেন থানার পুলিশ। বাদল লস্কর নামে ওই ব্যক্তি ইস্পাতনগরী এজোনের অশোক এভিনিউয়ের বাসিন্দা বলে জানা গেছে। গতকাল রাতেই বাদলবাবুকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ এবং সোমবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে তাকে দুদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। জানা গেছে, সোসাল মিডিয়ায় এই ধরনের আপত্তিকর ও উস্কানিমূলক পোস্টের পরিপ্রেক্ষিতে দুর্গাপুর আদালতের আইনজীবী সুদীপ দেবনাথ দুর্গাপুর অরবিন্দ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার আগেই তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এই পোস্টটি দেখে পাল্টা একটি পোস্টে ওই ব্যক্তিকে অবিলম্বে খুঁজে বের করার জন্য পুলিশের উদ্দেশ্যে বলেন। এরপরই তৎপর হয়ে ওঠে দুর্গাপুর পুলিশ এবং বাদলকে গ্রেফতার করে। আইনজীবী সুদীপ দেবনাথ বলেছেন,বর্তমানে রাজ্যজুড়ে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। এসবের মধ্যেই ফেসবুকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলা হতে পারে বলে মন্তব্য করে রীতিমতো উস্কানির পরিবেশ তৈরীর চেষ্টা করেছেন বাদল লস্কর। এখন পুলিশ ওই ব্যক্তির বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নিচ্ছে। বিষয়টি নিয়ে রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার রীতিমতো ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “মাননীয়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোসাল মিডিয়ায় কেউ এই ধরনের উস্কানীমূলক মন্তব্য করতে পারে জেনে সত্যি আমি অবাক হয়েছি। পুলিশের উচিৎ ওই ব্যক্তি কেন এমন মন্তব্য করেছে এবং এর নেপথ্যে কোনো উদ্দেশ্য আছে কিনা তা ভালো করে খোঁজ নিয়ে দেখা”।
Home আসানসোল-দুর্গাপুর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সোসাল মিডিয়ায় বিতর্কিত পোস্ট করে গ্রেফতার দুর্গাপুরের এক প্রাক্তন রেলকর্মী