দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান

0
167

সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে পুজো এই পুরস্কার পেয়েছে। এবার পশ্চিম বর্ধমান জেলায় সেরা পুজোর সম্মান পেয়েছে আসানসোলের আপকার গার্ডেন দুর্গাপুজো কমিটি,দুর্গাপুরের চতুরঙ্গ ও শঙ্করপুর সর্বজনীন দুর্গাপুজো।

জেলার সেরা প্রতিমার সম্মান পেয়েছে আসানসোলের রবীন্দ্রনগর উন্নয়ন সমিতি,কল্যাণপুর আদি পুজো ও রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাব। সেরা মণ্ডপের পুরস্কার পেয়েছে দুর্গাপুরের অগ্রণী সংস্কৃতি পরিষদ,ফুলঝোড় সর্বজনীন দুর্গাপুজো কমিটি ও নবারুণ ক্লাব।

এছাড়াও সমাজ সচেতনতায় সেরার সম্মান পেয়েছে চিত্তরঞ্জন এরিয়া-৬ সর্বজনীন দুর্গাপুজো কমিটি,বার্নপুরের নেতাজী স্পোর্টিং ক্লাব এবং দুর্গাপুরের মার্কনী দক্ষিণপল্লী দুর্গাপুজো কমিটি। শনিবার আসানসোলে জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক অনুষ্ঠানে শারদ সম্মান পুরস্কার গুলি পুজো কমিটির প্রতিনিধিদের হাতে তুলে দেন জেলা শাসক এস পোন্নাবলম,অতিরিক্ত জেলা শাসক সঞ্জয় পাল ও শুভাষিনী ই এবং আসানসোলের মহকুমা শাসক বিশ্বজিৎ ভট্টাচার্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here