সব উৎসবের সেরা বাংলার শারদীয় দুর্গোৎসব

0
381

বাংলায় সারা বছরই নানা উৎসব হয়। সেই সব উৎসবেও আনন্দ করে বাঙালি। তবে সেরার সেরা উৎসব অবশ্যই শারদীয় দুর্গাপুজো। দেবী দশভুজা চার ছেলেমেয়েকে নিয়ে মর্তে আসেন। মর্ত্যবাসী তাঁকে নিজের মেয়ের মতো মনে করেই বরণ করে নেন। কবে দুর্গাপুজোর প্রচলন হয়েছিল এবং কিভাবে,সে সব নিয়ে অনেক কাহিনী রয়েছে। তবে,বছরের পর বছর শারদীয় দুর্গাপুজো নিয়ে বাঙালির যে অনন্ত আবেগ তার কোনো তুলনাই হয় না। নানা প্রতিকূলতার মাঝেও তাই শরৎ কালের দুর্গাপুজো একই আনন্দ ও আবেগের সাথে অনুষ্ঠিত হয়ে আসছে বাংলায়। এক বাস্তবিকই এক সার্বজনীন উৎসব,যেখানে জাতি ধর্ম বর্ণ সম্প্রদায় সবাই আনন্দের ভাগ নেয়।

শারদীয় শুভেচ্ছাবার্তা……

“দুর্গা পুজো এমন এক উৎসব যা, যে কোনও বাঙালির আবেগ। দুর্গা পুজোর আনন্দের সঙ্গে অন্য কিছু তুলনাই চলে না। বাঙালির কাছে সব থেকে আনন্দের সময় পুজোর কটা দিন। ব্যক্তিগতভাবে এবং দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে সবাইকে জানাই আমার আন্তরিক শারদীয়ার শুভেচ্ছা। পুজোর দিনগুলি সবার কাছে শুভ হোক”।

অনিন্দিতা মুখোপাধ্যায়, মুখ্য প্রশাসক,দুর্গাপুর পুরসভা

শারদীয় শুভেচ্ছাবার্তা……

“বাংলার ঐতিহ্য মেনেই যেন এবারও আমরা বাংলার শ্রেষ্ঠ এই উৎসব পালন করি। আমি ব্যক্তিগতভাবে এবং এডিডিএ পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি,শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই যেন আমরা খুব ভালোভাবে পুজো কাটাই। ধর্ম যার যার উৎসব কিন্তু সবার -এটা মনে রাখতে হবে”।

কবি দত্ত, চেয়ারম্যান,এডিডিএ

শারদীয় শুভেচ্ছাবার্তা…….

“শারদ উৎসব সবার উৎসব।

শান্তি, সম্প্রীতির উৎসব।

সবাইকে শুভেচ্ছা,ভালোবাসা এবং প্রনাম”।

 পঙ্কজ রায় সরকার, তৃণমূল নেতা

শারদীয় শুভেচ্ছাবার্তা…….

 “পুজো মানেই একটা আলাদা আনন্দ,আলাদা অনুভূতি। যে কোনো প্রতিকূলতাতেই বাঙালির কাছে দুর্গাপুজো সবসময় এক সেরা উৎসব হিসেবেই প্রতি বছর পালিত হয়। এই আনন্দ অবসরে দুর্গাপুর সহ পশ্চিম বর্ধমান জেলার সকল শ্রেণীর মানুষকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রার্থনা করি সকলেরই পুজো কাটুক আনন্দে”।

দেবেশ চক্রবর্তী, জেলা কংগ্রেস সভাপতি,পশ্চিম বর্ধমান ,সদস্য,এআইসিসি

  শারদীয় শুভেচ্ছাবার্তা…….

“বাংলার সেরা উৎসবে সবাই নিজেদের মতো করে আনন্দ করুক,এটাই চাই। শিল্প শহরের সমস্ত শ্রমিক পরিবার ও দুর্গাপুরবাসীকে আমার পক্ষ থেকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রার্থনা একটাই- সবার পুজো ভালো কাটুক, নির্বিঘ্নে কাটুক”।

রজত দিক্ষিত, সাধারন সম্পাদক, হিন্দুস্থান স্টীল ওয়ার্কাস ইউনিয়ন (ডিএসপি,আইএনটিইউসি)

 শারদীয় শুভেচ্ছাবার্তা…….                                           

 “কাশের গুচ্ছ,শিউলি ফুল,আকাশে হালকা মেঘ। প্রকৃতি সেজেছে অপরূপ সাজে। পরিবার-প্রিয়জন একত্রিত হয়ে আনন্দঘন পরিবেশে দিন কাটুক আপনাদের। শারদোৎসব সকলের প্রাণবন্ত হয়ে উঠুক”।                   

রণজিৎ গুহ,  প্রাক্তন ইস্পাতকর্মী, সমাজকর্মী ও লেখক       

শারদীয় শুভেচ্ছাবার্তা…….

“বাঙালির দুর্গা পুজো শুধু বাঙালিদের কাছেই নয়,বাঙলায় থাকা সমস্ত জাতির মানুষের কাছে শ্রেষ্ঠ উৎসব। তারা নিজেদের মধ্যে উচ্চ-নীচ,ধনী-দরিদ্র ও জাতিগত ভেদাভেদ ভুলে এই মহোৎসবের জনস্রোতে মিশে যায়। দুর্গাপুরও তার ব্যতিক্রম নয়। দুর্গাপুরের সকল শ্রেণীর মানুষের জন্য আমার তরফ থেকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। উৎসবের দিনগুলিতে সবাই ভালো থাকবেন,আনন্দে থাকবেন- এটাই প্রার্থনা”।

বিপ্লব বিশ্বাস, সহ সভাপতি, দুর্গাপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস

শারদীয় শুভেচ্ছাবার্তা…….

“ ‘রংবাদ বাংলা সংবাদ’ পত্রিকার সকলকে জানাই আমার শুভকামনা। এই পত্রিকা বাংলার রাজনীতিতে নিরপেক্ষভাবে সমস্ত খবর করার এবং মানুষের যাবতীয় কল্যাণের জন্য যে বার্তা নিয়ে এসেছে তাতে আমি এই পত্রিকার শ্রীবৃদ্ধি কামনা করি। আগামী দিনে এই পত্রিকা মানুষের মধ্যে আরও জনপ্রিয় হয়ে উঠুক। সেই সঙ্গে সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই ভালো থাকুন”।   

চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন বোরো চেয়ারম্যান, দুর্গাপুর পুরসভা, সহ সভাপতি,পশ্চিম বর্ধমান জেলা বিজেপি

শারদীয় শুভেচ্ছাবার্তা…….

“বাংলার সেরা উৎসব দুর্গাপুজো শুধু এক ধর্মীয় উৎসব নয়,এই উৎসব এখন এক বৃহত্তর সামাজিক উৎসবে পরিণত হয়েছে। সমাজের সকল শ্রেণীর মানুষ এই উৎসবে সামিল হয়। তাই সকলকে এই বর্ণময় শারদীয়া উৎসবের শুভেচ্ছা জানাই। সবার শুভ হোক শারদীয় দুর্গোৎসব”।

 সৌরভ আইচ (বাবুয়া), সমাজকর্মী

                                                    

                                     

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here