রায় ডাঙ্গা সার্বজনীন দুর্গা পুজোয় কোভিড যোদ্ধাদের সংবর্ধনা

0
862

ডেট লাইন দুর্গাপুর: ৩২ পেরিয়ে এবার ৩৩ তম বর্ষে পা দিল দুর্গাপুরের অন্যতম পুরোনো দুর্গা পুজো ৪৩ নম্বর ওয়ার্ডের রায়ডাঙ্গা সার্বজনীন দুর্গাপুজো। এখানে বিশেষ কোন থিম না হলেও ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এই পুজো ঘিরে আনন্দে মেতে ওঠেন। এবছর করোনা আবহের জন্য সব জায়গার মতো এখানেও রাজ্য সরকারের সমস্ত স্বাস্থ্য বিধি ও প্রশাসনিক নিয়মকানুন মেনেই পুজোর আয়োজন করা হয়েছে। তার মধ্যেই এলাকাবাসী এই বাৎসরিক উৎসবে আনন্দে সামিল হয়েছেন। এদিন পুজো মণ্ডপে বিশেষ সামাজিক কর্মসূচি পালন করা হয়। আগত দর্শকদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়। এছাড়াও বিগত সময়ে এলাকার পুরসভার যে সব স্বাস্থ্য কর্মীরা নিজেদের প্রাণের ভয় সরিয়ে মানুষের সেবা করে গেছেন সেই সব কোভিড যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। ৪৩ নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর তথা ৪ নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর ব্যানার্জী উপস্থিত ছিলেন এবং উদ্যোক্তাদের এই কাজের তিনি প্রশংসা করেন। এদিন এখানে বৃক্ষ রোপণ কর্মসূচিও পালন করা হয়। পুজো কমিটির সম্পাদক ও সুমন দাস জানান রায়ডাঙ্গা সার্বজনীন দুর্গোৎসব কোনো থিমের পূজো না হোলেও এই পূজোকে ঘিরে সকলের মধ্যে থাকে বিশেষ উৎসবের উদ্দীপনা, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ একত্রিত হয়ে এই পূজোর কটা দিন আনন্দে মেতে উঠে সকলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here