ডেটলাইন দুর্গাপুরঃ দুর্গাপুর ইস্পাত কারখানায় ফের দুর্ঘটনা। এদিন সকালে প্ল্যান্টের কোকওভেন বিভাগে দুর্ঘটনার শিকার হলেন এক ঠিকা শ্রমিক। মৃতের নাম মহম্মদ আমিন খান(৪০) । তার বাড়ি পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের অধীন ডিএসপি মেনগেট সংলগ্ন কাদা রোডে। সম্প্রতি এই কারখানায় একাধিক দুর্ঘটনায় বারবার শ্রমিকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু তা সত্বেও সতর্ক হয়নি কারখানা কর্তৃপক্ষ। এমনই অভিযোগ শ্রমিক মহলের। এদিনের দুর্ঘটনা তার ফলেই ঘটেছে বলে অভিযোগ। এদিন সকালের শিফটে কারখানার কোকওভেন বিভাগে কোলডাস্ট ভর্তি হপার ভেঙে পড়লে তার নিচে চাপা পড়ে যায় ঐ ঠিকা শ্রমিক। ঘটনায় আরও কয়েকজন শ্রমিক আহত হয়েছেন। তাদের চিকিৎসা চলছে। জানা গেছে, কোকওভেন বিভাগে যেখানে কনভেয়ার বেল্টে করে কয়লা নিয়ে যে বাঙ্কারে জমা করা হয় তার পাশেই রয়েছে বাতিল হয়ে যাওয়া একটি ডাস্ট ক্যাচার। অভিযোগ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে সেটিকে গ্যাস কাটার দিয়ে কাটার কাজ শুরু হতেই ডাস্টভর্তি হপারটি ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে।














