বর্জ্য মুক্ত দুর্গাপুর গড়ার আবেদনে অঙ্কন প্রতিযোগিতা

0
236

ডেটলাইন দুর্গাপুর,১৭ আগস্টঃ “প্রকৃতি পরিবেশ রক্ষা করো,বর্জ্য মুক্ত দুর্গাপুর গড়ো” – ছাত্রছাত্রীদের মধ্যে এই মানবিক আবেদন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালাচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটি ও অংকন শিল্পীদের সংগঠন সিক্স ডাইমেনশনের উদ্যোগে এবং পরিবেশ রক্ষার্থী সুইচ অন ফাউন্ডেশন এর সহযোগিতায় শনিবার ইস্পাত নগরী সংলগ্ন বিজরা প্রাইমারী স্কুলে বিশেষ অংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে ২ টি বিভাগে প্রকৃতি পরিবেশ রক্ষা ও বর্জ্য মুক্তি বিশেষ করে প্লাস্টিক বর্জ্যমুক্ত পৃথিবী বিষয়ে নিয়ে ২৫০ এর অধিক শিশুদের অংশগ্রহণে প্রানবন্ত হয়ে উঠেছিল অনুষ্ঠান। ২টি বিভাগের প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে শিশুদের গল্পের ছলে প্রকৃতি পরিবেশ রক্ষা ও বর্জ্য মুক্ত দুর্গাপুর গড়ার কথা বলেন, বিজরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনির্বান বাগচী ও বিজ্ঞান মঞ্চের নেতা দেবব্রত চৌধুরী। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী হিমাংশু বিশ্বাস। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালাচারাল ক্লাবস কো অর্ডিনেশন সোসাইটির কবি ঘোষ ও সুইচ অন ফাউন্ডেশন এর অঙ্কিতা চক্রবর্তী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here