জলাতঙ্ক আটকাতে পথকুকুরদের রেবিস প্রতিষেধক কর্মসূচী

0
990

ডেটলাইন রানীগঞ্জঃ  কুকুরের কামড় অনেক বেশি যন্ত্রণাদায়ক এবং মারাত্নক। কুকুরের কামড় থেকে জলাতঙ্ক রোগ হতে পারে। রেবিস নামক ভাইরাস থেকে জলাতঙ্ক রোগ হয়ে থাকে। এটি একটি স্নায়ুর রোগ। রেবিস ভাইরাস কুকুরের লালা থেকে ক্ষতস্থানে লেগে যায় এবং সেখান থেকে স্নায়ুতে পৌঁছে জলাতঙ্ক রোগে সৃষ্টি করে। সময় মতো চিকিৎসা না করানো গেলে জলাতঙ্কের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। অবিলম্বে নিতে হবে অ্যান্টি-রেবিস ভ্যাকসিন৷ কিন্তু বেশির ভাগ জায়গায় এই ভ্যাকসিন সহজে পাওয়া যায় না। তাই চিকিৎসায় দেরি হয়ে যায়। তবে কুকুরে কামড়ালেই জলাতঙ্ক রোগ হয় না। যদি কুকুরটির লালায় র‌্যাবিস জীবাণু না থাকে। এই পরিপ্রেক্ষিতে রানীগঞ্জের একটি পশুপ্রেমী সংস্থার পক্ষ থেকে আজ এক প্রশংসীয় উদ্যোগ নেওয়া হল। এদিন সংস্থার সদস্যরা রানীগঞ্জ শহরের বেওয়ারিশ পথকুকুরদের ধরে রেবিস ভ্যাকসিন ইঞ্জেকশন দিল। ফলে এই সব কুকুর পথচারী মানুষদের কামরালেও তাদের জলাতঙ্ক রোগের সম্ভাবনা থাকবে না। এই কর্মসূচীতে সক্রিয়ভাবে অংশ নিয়ে হিউম্যান রাইটস কাউন্সিলের রাষ্ট্রীয় চেয়ারম্যান সর্দার জগজিৎ সিং জানান, রাস্তায় বের হয়ে কুকুর নিয়ে অনেকেই আতঙ্কে ভোগেন। অনেককেই কুকুর কামড়েও দেয়। সেকথা ভেবেই এই উদ্যোগ। আগামী দিনেও এই কর্মসূচী চলবে বলে জানান তিনি। এছাড়াও এই উদ্যোগে সামিল ছিলেন পশুপ্রেমী সংস্থার সম্পাদক তারাশঙ্কর নাগ,সভাপতি সৌরভ মুখার্জী, কে এম বৈদ্য,অনন্ত সিংহ, সৌরভ দাস, ইন্দ্রাণী সেন প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here