ডেটলাইন দুর্গাপুরঃ আমার রাজনৈতিক উথ্থানকে অনেকেই হিংসা করছে। আমি কাউন্সিলার হওয়ার পর থেকেই আমার এলাকাকে শান্ত করার চেষ্টা চালিয়ে এসেছি। এসব অনেকেই মানতে পারেনি। তাই উদ্দেশ্যপ্রণোদিতভাবেই আমার বিরুদ্ধে চক্রান্ত করা চলছিল। প্রায় তিন মাস ধরে এই পরিকল্পনা করা হয়েছে। এমনকি তাকে হত্যা করার পরিকল্পনাও রয়েছে। সেকথা আগেই পুলিশকে জানিয়েছেন তিনি। তবে কারা এই চক্রান্ত করছে তা পরিস্কার করে বলেননি একটানা ১৭ দিন ধরে বাড়ি ছাড়া দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার শশাঙ্কশেখর মন্ডল। আজ পুলিশের সাহায্যে তিনি আশীষনগরে তার বাড়িতে ফিরে আসেন। সঙ্গে তাঁর মা ছিলেন। উল্লেখ্য,গত ২ মে আশীষনগর এলাকার একটা বড় অংশের মানুষ একাধিক দুর্ণীতি ও হুমকীর অভিযোগ তুলে কাউন্সিলার শশাঙ্কশেখর মন্ডল ও তার দুই ভাইসহ তাদের কয়েকজন অনুগামীর উপর চড়াও হয়ে মারধর করে। তাতে গুরুতর জখম হয়ে এখন কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন কাউন্সিলারের দাদা শিবু মন্ডল। সেদিনের সেই জনরোষের পর থেকেই শশাঙ্কবাবু পরিবার নিয়ে অন্যত্র চলে যান। অবশেষে আজ তাকে বাড়িতে পৌঁছে দেয় পুলিশ। তবে তিনি যে এখনও আতঙ্কিত সেটাও জানিয়েছেন। শাসক দলের একজন কাউন্সিলারকে জনরোষের শিকার হয়ে প্রায় তিন সপ্তাহ বাড়ি ছাড়া থাকতে হওয়ার ঘটনা দুর্গাপুরের রাজনীতিতে বিরল। তাই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। দলের নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।