ডেটলাইন দুর্গাপুরঃ বাগরি মার্কেটের বিধ্বংসী অগ্নিকান্ডের পর থেকেই সারা রাজ্য জুড়ে বিভিন্ন মার্কেট ও শপিং মলগুলির উপর নজরদারি শুরু করেছে রাজ্য সরকার। সমস্ত পুরসভাগুলিও এবিষয়ে সতর্ক হয়ে উঠেছে। দুর্গাপুর শহরেও বিগত সময়ে একাধিক বহুতল,শপিং মল,হাসপাতালসহ বেশ কিছু আধুনিক হোটেল ও শো রুম হয়েছে। কিন্তু সেগুলির অগ্নি প্রতিরোধ ব্যবস্থা কতটা সুরক্ষিত সেবিষয়ে কার্ত কোন তথ্যই নেই পুরসভার কাছে। সেকারনেই এবার কিছুটা হলেও সচেতন হতে বুধবার সিটি সেন্টারের কয়েকটি শপিং মল ও হাসপাতালে পরিদর্শনে যান দুর্গাপুরের ডেপুটি মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় ও বিদ্যুৎ দফতরের মেয়র পরিষদ সদস্য ধর্মেন্দ্র যাদবসহ পুরসভার বিদ্যুৎ বিভাগের কয়েকজন আধিকারিক। সিটি সেন্টারের বিগ বাজার,সিটি রেসিডেন্সি,জাংশন মল,তানিস্ক ও গান্ধী মোড়ের হেলথ ওয়ার্ল্ড হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থা তারা খতিয়ে দেখেন। ডেপুটি মেয়র জানিয়েছেন,অগ্নি নির্বাপক ব্যবস্থা মোটামুটি ঠিক থাকলেও কিছু ত্রুটি দেখা গেছে। সেগুলি এক মাসের মধ্যে ঠিক করার জন্য কর্তৃপক্ষকে বলা হয়েছে। ফের একমাস পর পুরসভার তরফে সেসব খতিয়ে দেখা হবে।
Latest article
দুর্গাপুরে আইএনটিইউসির শ্রদ্ধা নিবেদন ডঃ বি আর আম্বেদকরকে
সংবাদদাতা,দুর্গাপুরঃ দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে দুর্গাপুরেও শ্রদ্ধা জানানো হল ভারতের সংবিধান রচয়িতা ডঃ বি আর আম্বেদকরকে। প্রতি বছর ৬ ডিসেম্বর তার মৃত্যুবার্ষিকীর...
দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন
ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত...
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...














