দুর্গাপুর পুরসভার প্রশাসনিক বোর্ডে পরিবর্তন

0
45

ডেটলাইন দুর্গাপুর,১ নভেম্বরঃ দুর্গাপুর পুরসভায় শেষবার নির্বাচন হয় ২০১৭ সালে। সেই নির্বাচনে বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছিল। তবে শেষ পর্যন্ত বিরোধীদের শূণ্য করে তৃণমূল কংগ্রেস ৪৩টি আসনেই জয়লাভ করে। কিন্তু তারপর থেকে আর এখানে নির্বাচন হয়নি। ২০২২ সাল থেকে এই পুরসভা পরিচালনার জন্য পাঁচজনের প্রশাসনিক বোর্ড গঠন করে দেওয়া হয়,যার মুখ্য প্রশাসক প্রাক্তন মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়,ভাইস চেয়ারপার্সেন অভিতাভ বন্দ্যোপাধ্যায় এবং বাকি তিন সদস্য ধর্মেন্দ্র যাদব,দীপঙ্কর লাহা ও রাখী তেওয়ারী। এদিন সরকারীভাবে নতুন বিজ্ঞপ্তি মারফৎ দুর্গাপুর পুর প্রশাসনে সেই পাঁচজনকেই রেখে দেওয়া হল তবে কিছুটা পরিবর্তন করে। অনিন্দিতা মুখোপাধ্যায়কে প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সেন পদেই রাখা হয়েছে। তবে অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তার জায়গায় এবার ভাইস চেয়ারপার্সেন করা হল ধর্মেন্দ্র যাদবকে। অমিতাভ বন্দ্যোপাধ্যায়কে অবশ্য দীপঙ্কর লাহা ও রাখী তেওয়ারীর সঙ্গে প্রশাসনিক বোর্ডের সদস্য হিসেবে রেখে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here