আলোর উৎসবে বাজি পোড়ান সাবধানে

0
1656

ডেটলাইন ওয়েব ডেস্কঃ বাংলার সেরা উৎসব দুর্গাপুজো শেষ হয়ে গেলেও উৎসবের রেশ কিন্তু চলছেই। এবার কালীপুজো ও দেওয়ালীতে মেতে ওঠার পালা। সঙ্গে রয়েছে ধনতেরাসও। শুক্রবার সকাল থেকেই জুয়েলারী শপগুলিতে ক্রেতাদের ভিড়। ধনতেরাসের পরেই আলোর উৎসব। আর এই আলোর উৎসব মানেই নানা ধরনের বাজির রোশনাই। কিন্তু মনে রাখা দরকার বাজি পোড়াতে গিয়ে যেন কোন বিপদ বা দুর্ঘটনার সামনে না পড়তে হয় আমাদের। কারন বাজি মানেই আগুন। আগুন থেকে নিজেদের সাবধানে রাখতে হবে। আনন্দের আতিসহ্যে যেন সেটা আমরা ভুলে না যাই।

তাই আলোর উৎসবে বাজি পোড়ানো থেকে শুরু করে প্রদীপ জ্বালানো সবেতেই আনন্দের মাঝেই সদা সতর্ক থাকতে হবে। এক্ষেত্রে পোষাক এক গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে মহিলাদের এদিকে বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। শাড়ি, গাউন কিংবা লং স্কার্টে আপনাকে হয়তো খুব সুন্দর লাগে। কিন্তু আনন্দে মাতোয়ারা হওয়ার মুহূর্তে সিল্ক বা সিন্থেটিকের পোশাক না পরাই ভালো। কারন এসব পোষাকে সামান্য আগুনের ফুলকি লাগলে তার থেকে বড় ধরনের বিপদ ঘটে যেতে পারে। তাই একটু সজাগ হলে সহজেই এড়ানো যাবে দুর্ঘটনা। আলোর উৎসবে বড়দের পাশাপাশি ছোট ছেলেমেয়েরাও বাজি পোড়ানোর আনন্দে মেতে ওঠে। এক্ষেত্রে বাড়ির খুদে সদস্যটির উপরও নজর রাখতে হবে। তাকেও সাবধানে বাজি পোড়ানোর ব্যবস্থা করে দিতে হবে। আসল কথা হল আনন্দ যেন কোন ভাবেই কারো কাছেই বিষাদে পরিনত না হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here