তৃণমূল ছেড়ে বিজেপিতে এবার দীনেশ ত্রিবেদী

0
603

ডেটলাইন ওয়েব ডেস্কঃ এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন রাজ্যসভার প্রবীন সাংসদ তথা প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। শুক্রবার রাজ্যসভায় বিতর্ক চলাকালীন তৃণমূলের এই সাংসদ সবাইকে অবাক করেই বলেছেন, ”আমার রাজ্যে হিংসা হচ্ছে। কিন্তু এখানে কিছুই বলতে পারছি না। আমার দমবন্ধ হয়ে আসছে, কাজ করতে পারছি না।” শুভেন্দু অধিকারী, রাজীব বন্দ্যোপাধ্যায়দের ক্ষেত্রে তাও দল ছাড়ার একটা পটভূমিকা ছিল। অনেকদিন থেকেই তারা দলের মধ্যে থেকেও বেসুরো ছিলেন।কিন্তু দীনেশ ত্রিবেদী হঠাৎ এভাবে রাজ্যসভায় দলের বিরুদ্ধে কথা বলবেন এবং দল ছেড়ে দেবেন এটা একটু অপ্রত্যাশিত হওয়ায় তৃণমূল নেতৃত্বও বেশ অস্বস্তিতে পরেছেন। বারাকপুরের এই প্রাক্তন সাংসদ শুক্রবার রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here