দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে দুর্গাপুরে জাতীয় সড়ক অবরোধ

0
948

ডেটলাইন দুর্গাপুরঃ ফের আক্রান্ত রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এবারের ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের কাঁথি। জানা গেছে,আজ সেখানকার জনমঙ্গল সমিতির সভাকক্ষে দলীয় মিটিংয়ে যোগ দিতে যান তিনি। কিন্তু সেখানে তাঁর গাড়ি আসার সঙ্গে সঙ্গে কিছু দুষ্কৃতী ইঁট ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ। তাঁর গাড়িসহ সেখানে থাকা বিজেপি কর্মী ও সমর্থকদের একাধিক বাইক ভাঙচুর করা হয়। ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। জানা গেছে,দিলীপবাবুর যেখানে সভা ছিল সেই হলের উল্টো দিকেই তৃণমূলের একটি দলীয় কার্যালয় রয়েছে। বিজেপির অভিযোগ,দিলীপবাবুর গাড়ি ঢুকতেই তাকে কালো পতাকা দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। এরপর বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের উদ্দেশে গালিগালাজ করে বলে অভিযোগ। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দিলীপ ঘোষকে নিরাপত্তারক্ষীরা সরিয়ে নিয়ে গেলেও এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পরে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। দিলীপ ঘোষের হামলার প্রতিবাদে ও দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে দুর্গাপুরের বিজেপি কর্মীরা সন্ধ্যের দিকে পিয়ালার কাছে জাতীয় সড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here