মায়ের স্মৃতি আগলে রেখে রক্তদান করলেন অভিজিৎ দাস

0
1137

ডেটলাইন দুর্গাপুরঃ জল ছাড়া মানুষ যেমন বাঁচে না ঠিক তেমনই মানুষের শরীরের এক অমূল্য সম্পদ হল রক্ত। বিশ্বজুড়ে প্রতিদিন এক ব্যাপক পরিমান রক্তের প্রয়োজন হয়। দুর্ঘটনা হোক কিংবা সাধারন নানা রোগের চিকিৎসার ক্ষেত্রেও মানুষের রক্তের প্রয়োজন হয়।একজন মানুষই পারে অন্য একজন মুমূর্ষ রুগীকে রক্ত দিয়ে বাঁচাতে।প্রতি বছরের মত এই বছরও কালীপুজো ও দেওয়ালী উপলক্ষে দেশবন্ধুনগর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরে ৫জন মহিলা সহ মোট ২৫ জন রক্তদান করেছেন। রক্ত সংগ্রহ করার দায়িত্বে ছিল দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম। রক্তদাতাদের মহান ভুমিকার কথা মানুষ বহু বার শুনলেও আজ তা আরও একবার প্রমাণ মিলল এই দিনের শিবিরে। উল্লেখ্য গত পরশু  অভিজিৎ দাস নামক একজন রক্তদাতার মা প্রয়াত হয়েছেন,তার মা’র স্মৃতিকে আগলে রেখে আজ এই শিবিরে তিনি রক্তদান করলেন। অভিজিৎ দাস জানান যে তার এই রক্তে বাঁচবে একটা প্রান। অভিজিৎ দাসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষ। তিনি এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিবিরের উপস্থিত সকল রক্তদাতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি ফেডারেশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স অরগানাইজেশানস এর রাজ্য কাউন্সিল সদস্য রাজেশ পালিত উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here