ডেটলাইন দুর্গাপুরঃ জল ছাড়া মানুষ যেমন বাঁচে না ঠিক তেমনই মানুষের শরীরের এক অমূল্য সম্পদ হল রক্ত। বিশ্বজুড়ে প্রতিদিন এক ব্যাপক পরিমান রক্তের প্রয়োজন হয়। দুর্ঘটনা হোক কিংবা সাধারন নানা রোগের চিকিৎসার ক্ষেত্রেও মানুষের রক্তের প্রয়োজন হয়।একজন মানুষই পারে অন্য একজন মুমূর্ষ রুগীকে রক্ত দিয়ে বাঁচাতে।প্রতি বছরের মত এই বছরও কালীপুজো ও দেওয়ালী উপলক্ষে দেশবন্ধুনগর ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরে ৫জন মহিলা সহ মোট ২৫ জন রক্তদান করেছেন। রক্ত সংগ্রহ করার দায়িত্বে ছিল দুর্গাপুর মহকুমা ভলান্টারী ব্লাড ডোনার্স ফোরাম। রক্তদাতাদের মহান ভুমিকার কথা মানুষ বহু বার শুনলেও আজ তা আরও একবার প্রমাণ মিলল এই দিনের শিবিরে। উল্লেখ্য গত পরশু অভিজিৎ দাস নামক একজন রক্তদাতার মা প্রয়াত হয়েছেন,তার মা’র স্মৃতিকে আগলে রেখে আজ এই শিবিরে তিনি রক্তদান করলেন। অভিজিৎ দাস জানান যে তার এই রক্তে বাঁচবে একটা প্রান। অভিজিৎ দাসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক কবি ঘোষ। তিনি এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিবিরের উপস্থিত সকল রক্তদাতাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি ফেডারেশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স অরগানাইজেশানস এর রাজ্য কাউন্সিল সদস্য রাজেশ পালিত উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেছেন।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...