ডেটলাইন দুর্গাপুরঃ ফের খনিগর্ভে দুর্ঘটনায় মৃত্যু ঘটল শ্রমিকের। এবারের ঘটনাটি ঘটেছে ইসিএলের পান্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারীতে। ঘটনায় দুজন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ খুব ভোরের দিকে চন্দ্রশেখর গিরি (৪২) এবং কালেশ্বর মাহাতো (৪০) নামে দুই শ্রমিক পান্ডবেশ্বরের খোট্টাডিহি দু’নম্বর পিটের খনিগর্ভে কাজ করতে নেমেছিলেন। কিছুক্ষনের মধ্যে আচমকাই খনির ছাদ থেকে কয়লার বড় মাপের চাঙড় খসে পড়ে কর্মরত দুই শ্রমিকের উপর। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসিএলের অফিসার ও উদ্ধারকারী দলও ঘটনাস্থলে পৌঁছে যায়। কিন্তু দীর্ঘক্ষন চেষ্টা করেও তাদের উদ্ধার করা না যাওয়ায় শেষ পর্যন্ত তাদের বাঁচানো যায়নি। ইসিএলের শ্রমিক নিরাপত্তা নিয়ে ফের কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন শ্রমিকরা। তারা মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ ও তাদের পরিবারের একজন করে সদস্যকে চাকরীর দাবিও জানিয়েছেন।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...