ডেটলাইন দিল্লিঃ সব কেন্দ্রীয় সরকারি কর্মচারীদেরই মহার্ঘ ভাতা পাঁচ শতাংশ বাড়ানো হয়েছে। এর ফলে উপকৃত হবেন কমপক্ষে ৫০ লক্ষ সরকারি কর্মচারী এবং ৬৫ লক্ষ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। এদিন সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আয়োজিত কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মহার্ঘ ভাতা ১২ শতাংশ থেকে বেড়ে হল ১৭ শতাংশ। এই পাঁচ শতাংশ বৃদ্ধিই এখনও পর্যন্ত সব থেকে বেশি মহার্ঘ ভাতা বৃদ্ধিবলে জানিয়েছেন কেন্দ্রীয় বন ও পরিবেশমন্ত্রী প্রকাশ জাভড়েকর। তিনি জানান,এই বাড়তি ভাতা দেওয়ার ফলে কেন্দ্রের কোষাগার থেকে ১৬০০০ কোটি টাকা ব্যয় হবে। গত জুলাই মাস থেকে এই বকেয়া ডিএ দেওয়া হবে। কালীপুজোর আগে কেন্দ্রীয় সরকারের এই ঘোষণায় খুশি কর্মীমহল ও তাদের পরিবার।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...