ডেটলাইন দুর্গাপুরঃ কলকাতার বিশিষ্ট কোরিওগ্রাফার সোহম চক্রবর্তী তথা টুবান এবার দুর্গাপুরে নিয়মিত নাচের প্রশিক্ষণ দেবেন। কলকাতা ও মুম্বাইয়ের খ্যাতনামা এই কোরিওগ্রাফার এরাজ্যের বেশ কয়েকটি শহরের পাশাপাশি দুর্গাপুরের ছেলেমেয়েদেরও দীর্ঘদিন ধরেই নাচ শেখাতে আসেন। এবার থেকে সিটি সেন্টারের পিয়ারলেস ইন হোটেলে তিনি পাকাপাকিভাবে দুর্গাপুরের ছেলেমেয়েদের নাচ শেখাবেন। এখানকার পিয়ারলেস ইনে এক সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন তিনি। এই হোটেলেই চলবে তার নাচের স্কুল ‘খোঁজ’। স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তার ছাত্র তথা বর্তমানে টলিউডের নায়ক বনি সেনগুপ্ত। এই স্কুল থেকেই তার ছাত্রছাত্রীরা বিভিন্ন রিয়ালিটি শো এবং দেশ ও বিদেশের বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবে টুবান জানিয়েছেন।
Latest article
দুর্গাপুর ও আসানসোলের ১২টি পুজো পেল রাজ্য সরকারের শারদ সম্মান
সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর ও আসানসোলের মোট ১২টি পুজো এবার পেল রাজ্য সরকারের শারদ সম্মান পুরস্কার। মোট চারটি বিভাগে আসানসোল ও দুর্গাপুরের ৬টি করে...
কোক ওভেন থানার উদ্যোগে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা শিবির
ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির।...
কোক ওভেন থানার উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির ও অঙ্কন প্রতিযোগিতা
ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন...