দুর্গাপুরে দামোদর দূষণ রোধে অভিনব প্রয়াস

0
999

ডেটলাইন দুর্গাপুরঃ মাতৃদেবীর আরাধনায় দেবীপক্ষের শুরুতে দামোদরকে দূষণমুক্ত করে তার পবিত্রতা বজায় রাখতে  অভিনব এক প্রয়াস ‘দামোদর আরতি’। পশ্চিমবঙ্গ সনাতন হিন্দু ব্রাক্ষ্মণ ট্রাস্টের উদ্যোগে এদিন থেকেই তারা প্রত্যেক দিন সন্ধ্যায় কাশি বারানসি তিথি মত দুর্গাপুর বীরভানপুর বিসর্জন ঘাটে পবিত্র দামোদর নদী আরতি আনুষ্ঠানিকভাবে শুভারম্ভ করল। এদিন সন্ধেবেলা ৪১ নম্বর ওয়ার্ডের দামোদরের বিসর্জন ঘাটে পুরোহিতদের উপস্থিতিতে সন্ধ্যারতি করা হল। মাতৃদেবীর আরাধনায় দেবীপক্ষের শুরুতে এই অভিনব প্রয়াসে সহযোগিতা করেছে ৪ নং বরো কমিটি। এই শুভ উদ্যোগের সূচনাপর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, ৪নং বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, স্থানীয় কাউন্সিলার সিপুল সাহা, ৪০ নং ওয়ার্ডের কাউন্সিলার সুভাষ মজুমদার,মেয়র পরিষদ সদস্য রুমা পাড়িয়া, অঙ্কিতা চৌধুরী, মনি সোরেন, দুর্গাপুর মহিলা পুলিশের আধিকারিক অনন্যা দে এবং কোকওভেন থানার অ্যাসিস্ট্যান্ট সাবইন্সপেক্টর অসীম চক্রবর্ত্তী প্রমূখ। জানা গেছে এখন প্রতিদিনই সন্ধ্যেবেলা দামোদর দূষণ রোধ ও দামোদরের পবিত্রতা রক্ষার উদ্দেশে এই সন্ধ্যারতি করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here