প্রচারে গিয়ে আক্রান্ত আসানসোলের সিপিএম প্রার্থী

0
727

ডেটলাইন আসানসোলঃ একদিকে যখন সুষ্ঠু নির্বাচন করার লক্ষ্য নিয়ে নির্বাচন কমিশন একাধিক পদক্ষেপ নিয়ে চলেছে ঠিক তখনই পশ্চিম বর্ধমান জেলায় প্রচারে গিয়ে আক্রান্ত হলেন বিরোধী দলের এক প্রার্থী। আজ সকালের দিকে আসানসোল লোকসভা কেন্দ্রের বারাবনিতে প্রচারে গিয়েছিলেন সিপিএম প্রার্থী গৌরাঙ্গ চট্টোপাধ্যায়। বেশ কিছু কর্মীকে নিয়ে তিনি হুডখোলা জিপে এলাকায় এলাকায় রোড শো করছিলেন।  এরপর  যখন তিনি মদনপুরে পৌঁছান তখন বাইকে করে কয়েকজন দুষ্কৃতী এসে তাঁর উপর চড়াও হয়। অভিযোগ,জিপ থেকে নামিয়ে তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে। তাঁর মাথায় ও বুকে আঘাত লেগেছে বলে দলের কর্মীরা জানিয়েছেন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে বলে জানা গেছে। এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তোলা হলেও বারাবনির বিধায়ক বিধান উপাধ্যায় সাফ জানিয়েছেন,তাদের দলের সবাই প্রার্থী মুনমুন সেনের সঙ্গে প্রচারে ছিল। এই কাজের সঙ্গে তাদের কেউ যুক্ত নন। উল্টে তিনি বলেছেন,এটা সিপিএমেরই গোষ্ঠীবিবাদের ঘটনা। পরে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে থানায় গিয়ে বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here