ডেটলাইন দুর্গাপুরঃ কেন্দ্রীয় সরকারের শ্রমিক-কৃষক বিরোধী এবং জনবিরোধী নীতির প্রতিরোধে ২৬ নভেম্বর দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। এই ধর্মঘটকে সমর্থন করেছে কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিইউসি। ট্রেড ইউনিয়নগুলির জাতীয় কনভেনশন থেকে ৭দফা দাবিতে এই ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধর্মঘটের সপক্ষে ট্রেড ইউনিয়নগুলি জানিয়েছে, মোদী সরকার একের পর এক শ্রমিক-কৃষক ও জনবিরোধী নীতি গ্রহণ করে চলেছে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। মহামারীর সময়ে মানুষের জীবন-জীবিকা বিপন্ন। তাঁদের আয় নেই। এই সময়ে বিপন্ন মানুষের পাশে না দাঁড়িয়ে দমনপীড়নের নীতি নিয়ে চলছে মোদী সরকার। এই আক্রমণ প্রতিহত করতে ধর্মঘটের পথে যেতে বাধ্য হচ্ছেন শ্রমিকরা। ইতিমধ্যে গত অক্টোবর থেকে এই ধর্মঘটের সমর্থনে জেলায় জেলায় প্রচার করা হয়েছে। এদিন দুর্গাপুর স্টেশন বাজার থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত এই ধর্মঘটের সমর্থনে মশাল মিছিল করে সিটু ও আইএনটিইউসি। কৃষি বিল বাতিলসহ একাধিক জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে এই মিছিলে অংশ নেন সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার, কংগ্রেস নেতা স্বপন ব্যানার্জীসহ অন্যান্য নেতা ও বামপন্থী ছাত্র ও যুব সদস্যরা। মিছিল শেষে বাঁকুড়া মোড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশ পুতুল দাহ করা হয়।