ডেটলাইন দুর্গাপুরঃ ১৯৮৫ সাল থেকে প্ৰতি বছর ১২ জানুয়ারী স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় যুব দিবস পালন করা হচ্ছে। স্বামীজীর দৰ্শন ও শিক্ষার প্রতি ভারতীয় যুবক যুবতীদের অনুপ্রাণিত করার লক্ষ্যেই এই দিবসটি চালু করেছে ভারত সরকার। প্রতি বছর বিভিন্ন সামাজিক কর্মসূচীর মধ্য দিয়ে সারা দেশেই দিনটি পালিত হয়। একই সঙ্গে ১২ জানুয়ারী থেকে ১৯ জানুয়ারী পর্যন্ত সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবস উদযাপন চলে দেশের বিভিন্ন প্রান্তে। দুর্গাপুরেও বিভিন্ন সংস্থা ও সংগঠন একাধিক কর্মসূচী পালন করে থাকে। এই উপলক্ষে জাতীয় যুব দিবসের শেষ দিন বুধবার দুর্গাপুর সাব ডিভিসনাল স্পোর্টস এ্যান্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি এবং দুর্গাপুর মহকুমা ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে এবং নেহেরু যুব কেন্দ্রের সহযোগিতায় দুর্গাপুর বাজার এলাকায় সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত কোভিড সচেতনতা কর্মসূচি পালন করা হয়। সারা দেশ জুড়ে ফের ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ। ক্রমশ বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন ও সতর্ক করতে এদিন এসবি মোড় সংলগ্ন ড্রিমল্যান্ড নার্সিং হোম থেকে শুরু হয়ে জনবহুল দুর্গাপুর বাজারের বিভিন্ন প্রান্ত ঘুরে সচেতনার লক্ষ্যে এক পদযাত্রা করা হয়। কোভিড-বিধি মেনে না চললে বিপদ বাড়বে, সেই বার্তাই দেওয়া হয় পদযাত্রা থেকে। সাধারণ মানুষের কাছে প্রচারপত্র ও মাস্ক বিলি করা হয়েছে। পদযাত্রায় ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। নিয়ম করে মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা ও নির্দিষ্ট শারীরিক দূরত্ব মেনে চলার প্রয়োজনীয় বিধিগুলো ফের একবার মনে করিয়ে দেওয়া হয় পদযাত্রা থেকে। বক্তব্য রাখেন দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এর সাধারণ সম্পাদক রাজেশ পালিত ও দুর্গাপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সূর্য কেশ ও দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব সমন্বয় সমিতির সভাপতি আইনজীবী আয়ূব আনসারী। বিশিষ্ট সমাজসেবী রঞ্জন ব্যানার্জি পদযাত্রায় অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম এবং দুর্গাপুর মহকুমা ক্রীড়া ও সাংস্কৃতিক ক্লাব সমন্বয় সমিতির উদ্যোগে
করোনা সংক্রমণের তৃতীয় ঢেঊ মোকাবিলা করতে বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। অক্সিজেন ও অ্যাম্বুলেসন্স পরিষেবার পাশাপাশি নিজস্ব প্রচার গাড়িতে মহকুমা জুড়ে কোভিডবিধি বিষয়ে প্রচার করা হচ্ছে। বিলি করা হচ্ছে হ্যান্ড বিল এবং প্রচুর ফ্লেক্স করা হয়েছে। এই প্রচারে সহযোগিতায় রয়েছে নেহেরু যুব কেন্দ্র। এমনকি কোন এলাকায় কোনো সংস্থা কোভিড সচেতনতা শিবির ও প্রচার করতে চাইলে তাদেরও সহযোগিতা করা হচ্ছে।