ডেটলাইন দুর্গাপুরঃ করোনা নিয়ে উদ্বেগ রয়েছে।গোষ্ঠী সংক্রমণ যাতে না বাড়ে সেই লক্ষ্যে এবার দুর্গাপুরে সিপিআই(এম) এর উদ্যোগে সাধারণ মানুষের রক্তের এন্টিবডি পরীক্ষা করানোর ব্যবস্থা করা হল। সিপিআইএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার জানিয়েছেন, এদিন থেকে তিন দিন শহরের তিনটি জায়গায় এই কোভিড ‘অ্যান্টিবডি পরীক্ষা’র ব্যবস্থা করা হয়েছে।এই পরীক্ষার ক্ষেত্রে মুম্বাইয়ের একটি বেসরকারী প্যাথল্যাবের সহযোগিতা নেওয়া হয়েছে জানিয়ে পঙ্কজবাবু বলেন, সামান্য খরচায় এই ধরণের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষার সুযোগ করে দিয়েছেন তাঁরা। সেই সুযোগ যত বেশি মানুষ নিতে পারবেন ততই ভালো। এই কর্মসূচীর প্রথম পরীক্ষা শিবিরটি আজ আয়োজন করা হয়েছিল সগড়ভাঙ্গায় গ্রাফাইট কারখানার সিটু কার্যালয়ে। এখানে প্রায় দুশোজন মানুষ তাদের রক্তের অ্যান্টিবডি পরীক্ষা করিয়েছেন বলে জানানো হয়েছে।