ডেটলাইন দুর্গাপুর: রাজনীতি মানেই পরিবর্তন। গণতন্ত্রের এটাই নিয়ম। সেই নিয়মেই ১৯৭৭ সালে পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় আসে বাম ফ্রন্ট সরকার। মুখ্যমন্ত্রী হন জ্যোতি বসু। এই সরকার একটানা ৩৪ বছর ক্ষমতায় থাকে। মুখ্যমন্ত্রী হিসেবে ক্ষমতায় থাকার রেকর্ডও করেছেন জ্যোতি বসু। ৩৪ বছরের বাম রাজত্বে মাত্র দু জন মুখ্যমন্ত্রী হয়েছেন। জ্যোতি বসু ছাড়া অন্যজন ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাংলায় প্রথম বাম ফ্রন্ট সরকার ক্ষমতায় আসে ১৯৭৭ সালের ২১ জুন। তাই এই দিনটি দেশ ও বাংলার রাজনীতিতে এক উল্লেখযোগ্য দিন। সেই দিনটিকে সামনে রেখে সিপিএমের দুর্গাপুর পূর্ব – ২ এরিয়া কমিটির পক্ষ থেকে একটি মিছিল বের করা হয়। দুর্গাপুর স্টেশন থেকে বের হওয়া সেই মিছিলে প্রচুর বামকর্মি ও সমর্থকরা অংশ নেন। বামফ্রন্টের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একাধিক সামাজিক কর্মসূচিও পালন করা হয়।