ট্রাক হাইজ্যাক কাণ্ডে বড় ধরনের সাফল্য পেল কোক ওভেন থানার পুলিশ

0
228

ডেটলাইন দুর্গাপুর: ট্রাক হাইজ্যাক কাণ্ডে বড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোক ওভেন থানা। সুদূর উড়িষ্যা থেকে ৫১ লক্ষ টাকার পণ্য সামগ্রী সমেত ট্রাকটি উদ্ধার করে দুর্গাপুরে নিয়ে আসে পুলিশ। এই ঘটনায় ট্রাকের চালক সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিসিপি অভিষেক গুপ্তা। ঘটনায় জানা গেছে, গত ৯ অক্টোবর দুর্গাপুরের এক বেসরকারি কারখানা থেকে ৫৪ লক্ষ টাকার পণ্য সামগ্রী যায় উড়িষ্যার
ভুবনেশ্বর। কিন্তু সেই পণ্য গন্তব্যে পৌঁছায় নি। এটা জানার পর ট্রাক মালিক খোঁজ শুরু করেন। কোথাও কোনো খোঁজ না পেয়ে অবশেষে ১৪ অক্টোবর কোকওভেন থানায় তিনি অভিযোগ দায়ের করেন।
এতো বিপুল পরিমাণ টাকার মাল নিয়ে একটি ট্রাক নির্দিষ্ট জায়গায় না পৌঁছে নিখোঁজ হয়ে যাওয়ায় সক্রিয় হয়ে ওঠেন কোক ওভেন থানার পুলিশ আধিকারিক সুদীপ্ত পরামানিক। এস আই মিন্টু দত্তের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম তৈরি করেন তিনি। সেই টিম যায় উড়িষ্যায়। তারা সেখানে তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে উড়িষ্যায় রয়েছে লরি। সেই সময় ঘূর্ণি ঝড় দানার দাপট চলছিল উড়িষ্যায়। তারমধ্যেই সেখানে তদন্তে যায় পুলিশের দলটি।
প্রথমেই পুলিশ ট্রাকের চালক এর খোঁজ করে। তার জন্য ট্রাক চালকের বাড়ি বিহারের গয়া থেকে চালকের দাদাকে সঙ্গে নিয়ে উড়িষ্যায় যায় পুলিশ। যাতে ওই ট্রাক চালককে চিনতে পারা যায়। সেখানে অভিযান চালিয়ে পুলিশ লরিটি উদ্ধার করে। এরপরে চালককে গ্রেফতার করে। ধৃত চালক কে জেরা করে পুলিশ ওই ট্রাকে থাকা মাল উদ্ধার করে। এরজন্য পুলিশকে খড়্গপুরে যেতে হয় কারণ সেখানে এক কাটায় ট্রাকের লোহার সামগ্রী বিক্রি করে ছিল চালক। সেখান থেকে চোরাই মালের ক্রেতাকে গ্রেফতার করে সঙ্গে চালকের সাথে তার বন্ধুকেও গ্রেফতার করে। কোক ওভেন থানার পুলিশের এই সক্রিয় ভূমিকার জন্যই তিনি ট্রাক ফিরে পেয়েছেন বলে পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান লরি মালিক। ধৃত ট্রাক চালকের নাম মহম্মদ ফায়েজ। চালকের বন্ধু তথা এই ঘটনার লিংক ম্যান হিসেবে কাজ করা সোমনাথ ঝা কেও গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে যে ব্যক্তি এই সব সামগ্রী কিনেছিল সেই শেখ ইয়াসিনকেও গ্রেফতার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here