নির্বিঘ্নে স্বাধীনতা দিবস উদযাপনে সর্বত্র কড়া নজরদারি কোক ওভেন থানার পুলিশের

0
11122

ডেটলাইন দুর্গাপুর: কয়েক দশকের ব্রিটিশ শাসনের অত্যাচার ও অন্যায় সহ্য করে বহু ত্যাগ ও প্রাণের বিনিময়ে ১৯৪৭সালের ১৫ই অগাস্ট মুক্তির স্বাদ পেয়েছিল দেশ ৷ বিদেশি শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে, দাসত্বের শৃঙ্খল ছিন্ন করে সেদিন স্বাধীনতার এক অনির্বাণ জ্যোতি জ্বেলেছিল ভারতবাসী ৷ যা আজও স্বগর্বে প্রজ্জ্বলিত ৷ ওইদিন লালকেল্লা থেকে প্রথমবারের জন্য উত্তোলিত হয়েছিল স্বাধীন ভারতের জাতীয় পতাকা, তেরঙা ৷ উত্তোলন করেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ৷ বড় সাধের এই স্বাধীনতা ৷ দেশের কোটি কোটি নাগরিকের কাছে এই স্বাধীনতা বিশেষ গর্বের,আবেগের। তাই,১৫ আগস্ট দিনটি আমাদের সকলের কাছেই এক মহান উৎসবের দিন। এই দিনটি যাতে নির্বিঘ্নে কাটে সেই লক্ষ্যে দেশের সব জায়গার মতো শহর দুর্গাপুরেও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। রাত পোহালেই দেশ জুড়ে পালিত হবে ৭৭ তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে যেকোনো ধরণের নাশকতা রুখতে ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দুর্গাপুরে বিভিন্ন গুরত্বপূর্ণ ও জনবহুল এলাকায় তল্লাশি চালাল কোক ওভেন থানার পুলিশ । সোমবার এই অভিযানে সামিল হয় দুর্গাপুর জি আর পি এবং আর পি এফ। দুর্গাপুর বাসস্ট্যাণ্ড, রেল স্টেশন,বাজার এলাকা সহ জনবহুল সব এলাকায় বিশেষ তল্লাশি চালানো হয়। সঙ্গে স্নিফার ডগ নিয়েও তল্লাশি চালানো হয় বেশ কিছু এলাকায়। এছাড়া বিভিন্ন হোটেল তল্লাশি সাথে সাথে বিভিন্ন জায়গায় সারপ্রাইজ নাকা চলছে। কোক ওভেন থানার ওসি বিজন সমাদ্দার জানান, স্বাধীনতা দিবস যাতে নির্বিঘ্নে পালিত হয় তার জন্য এই অভিযানের পাশাপাশি সর্বত্র কড়া নজরদারি চালাচ্ছে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here