ডেটলাইন দুর্গাপুর, ৪ সেপ্টেম্বর: দুর্গাপুর প্রজেক্ট টাউনশিপ গার্লস হাই স্কুলে বৃহস্পতিবার কোক ওভেন থানার পক্ষে আয়োজন করা হয়েছিল এক সাইবার সচেতনতা শিবির। এখানে ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে সাইবার ক্রাইমের বিষয়ে আলোকপাত করা হয় এবং এই সাইবার ক্রাইমের বিষয়ে সচেতনতামূলক কিছু পরামর্শ দেওয়া হয়। কোক ওভেন থানার ওসি মইনুল হক বলেন, বর্তমান অনলাইন যুগে বেশির ভাগ কাজ করা হয়। তাই সাইবার অপরাধও ক্রমশ বেড়ে চলেছে। ছাত্রছাত্রীদের মধ্যে এবিষয়ে সচেতনতা বাড়লে তারা তাদের অভিভাবক ও অন্যদেরও সচেতন করতে পারবে। উল্লেখ্য, ১ সেপ্টেম্বর পুলিশ দিবস এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দুর্গাপুরের কোক ওভেন থানার পক্ষ যে সপ্তাহব্যাপী কর্মসূচী নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। এর আগে বৃক্ষরোপন,বিভিন্ন ক্লাবকে ফুটবল বিতরন করা এবং বিনা ব্যায়ে চক্ষু পরীক্ষা শিবির এবং বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।
