ডেটলাইন দুর্গাপুরঃ গতবারের মতো এবারও করোনা আবহে অনুষ্ঠিত হতে চলেছে বাংলা ও বাঙালির সেরা উৎসব দূর্গাপুজো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই পুজো উদ্যোক্তাদের উৎসাহ অনুদান হিসেবে ৫০ হাজার টাকা করে দিয়েছেন। রাজ্য সরকারের পক্ষ থেকে কোভিড বিধি মেনেই পুজোর আয়োজন করতে হবে বলে কড়া নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলার এই সেরা উৎসবকে সুষ্ঠভাবে উতরে দেওয়াটা পুলিশের কাছে এক বিশেষ চ্যালেঞ্জ হয়ে উঠেছে। কারন স্বাভাবিক পরিস্থিতিতে পুজোর সময় আইনশৃঙ্খলা রক্ষা করার থেকেও বর্তমান কোভিড পরিস্থিতিতে এই কাজ রীতিমতো পুলিশের কাছে অবশ্যই এক বড় চ্যালেঞ্জ। তাই অন্যান্য জায়গার মতো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটও এব্যাপারে তৎপর হয়ে উঠেছে। ইতিমধ্যেই কমিশনারেটের আধিকারিকরা আসানসোল ও দুর্গাপুরের দুর্গাপুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক করেছেন। সেখানে পুলিশের পক্ষ থেকে বেশ কিছু নিয়মকানুনের নির্দেশ মেনে চলার কথা কমিটিগুলিকে বলা হয়েছে। পুজো কমিটিগুলিও সেই সব নিয়ম মেনেই পুজো আযোজনের উপর জোর দিয়েছে। শহর দুর্গাপুরেরও যাতে শারদীয় উৎসব নির্বিঘ্নে অতিবাহিত হয়,তার জন্য পুলিশের পক্ষ থেকে বিশেষ এক অভিযান হল দুর্গাপুরে। শহরের অন্যতম বড় থানা কোকওভেন এলাকার পুলিশের পক্ষ থেকে পুজোর প্রস্তুতি পরিদর্শনে বাইক র্যালি করা হয়। বাইকে চেপেই পুলিশ আধিকারিকরা বিভিন্ন পূজা মন্ডপে পৌঁছে যান এবং কমিটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পুজো আয়োজন নিয়ে সুবিধা অসুবিধার খোঁজ নেন তারা। কোক ওভেন থানার থানার অফিসার ইনচার্জ সৌমেন সিংহ ঠাকুর,ওসি ট্রাফিক(মুচিপাড়া) প্রসেনজিৎ বসাক সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়াররাও এই অভিযানে সামিল হয়েছিলেন। কোক ওভেন থানার অধীন প্রতিটি সর্বজনীন দুর্গাপুজো যাতে ভালোভাবে পালিত হয় সেইদিকে তাদের নজর থাকবে বলে জানিয়েছেন পুলিশকর্তারা। কোভিডবিধি মানার বিষয়টি ছাড়াও পুজোর সময় যাতে রাস্তাঘাটে দুর্ঘটনা না ঘটে সেদিকেও বিশেষ নজর দিয়েছে ট্রাফিক পুলিশ। সাধারনত চারচাকা গাড়িতেই পুলিশ এই ধরনের অভিযান করে থাকে। তাহলে এবার বাইক কেন? পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, এমন অনেক এলাকা আছে যেখানে চারচাকার বদলে বাইকে যেতেই সুবিধা হয়। এছাড়াও পুজোর সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য সন্দেহজনক কিছু এলাকাও বাইকে করে পরিদর্শন করা হয়েছে। প্রসঙ্গত, এবার কোভিডবিধি এবং সেই সঙ্গে অন্যান্য সরকারি নিয়ম মানা কি হচ্ছে কি না সেই দিকে বিশেষ নজরদারীর উদ্দেশ্যেই পুলিশের এই বাইক অভিযান বলে জানা গেছে। পুজো চলাকালীন মণ্ডপে যাতে বেশি ভিড়ের কারণে সংক্রামন না ছড়ায় সেই দিকে বিশেষ নজর থাকবে বলেও জানিয়েছেন কোক ওভেন থানার আধিকারিক সৌমেন সিংহ ঠাকুর।
Latest article
কোক ওভেন থানায় সাড়ম্বরে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস
ডেটলাইন দুর্গাপুর,১৫ আগষ্ট: দেশ জুড়ে শুক্রবার নানা কর্মসূচির মাধ্যমে পালিত হল ৭৯ তম স্বাধীনতা দিবস। পশ্চিমবঙ্গের সব জেলার সঙ্গে গোটা পশ্চিম বর্ধমান...
রাখী পরিয়ে পথ চলতি মানুষদের সম্প্রীতির বার্তা দিল কোক ওভেন থানার পুলিশ
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ প্রতি বছর বাংলা শ্রাবণ মাস মানেই একদিকে কবিগুরুর ২২ শ্রাবণ প্রয়াণ দিবস। আর সেই সঙ্গেই শ্রাবণ পূর্ণিমা মাসের পূর্ণিমায়...
দুর্গাপুরের রাস্তায় চলবে সরকারী এসি বাস
ডেটলাইন দুর্গাপুর,৯ আগস্টঃ পুজোর আগেই দুর্গাপুরের জন্য খুশির খবর। এদিনই সিটি সেন্টারের এডিডিএ ভবনের সামনে আয়োজিত এক অনুষ্ঠান থেকে দুর্গাপুর টাউন সার্ভিসের...