ডেটলাইন দুর্গাপুর,৩ সেপ্টেম্বরঃ গত ১ সেপ্টেম্বর ছিল পুলিশ দিবসের পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবসও। এই উপলক্ষ্যে আসানসোল ও দুর্গাপুরের বিভিন্ন থানা ও ফাঁড়িতে নানা কর্মসূচী পালন করা হয়। দুর্গাপুরের কোক ওভেন থানার পক্ষ থেকেও কমিশনারেটের জন্মদিন পালন করা হয়েছে কেক কেটে। একই সঙ্গে কোক ওভেন থানার আধিকারিক মইনুল হক জানিয়েছিলেন কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে থানার পক্ষ থেকে সপ্তাহব্যাপী বেশ কিছু কর্মসূচী পালন করা হবে। সেইমতো মঙ্গলবার ছিল বিনা ব্যায়ে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন। পথ চলতি মানুষ,গাড়ির চালক থেকে শুরু করে পুলিশের বিভিন্ন আধিকারিকরা সেই শিবিরে তাদের চক্ষু পরীক্ষা করান। এই শিবিরে শতাধিক মানুষ তাদের চক্ষু পরীক্ষা করেছেন। শিবির থেকে ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’- কে সামনে রেখে গাড়ি চালকরা যাতে তাদের চোখের প্রতি যত্ন নেন সেই বার্তা দিয়েছেন কোক ওভেন থানার ওসি মইনুল হক। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১৪ বছর পূর্তি উপলক্ষে এক সপ্তাহব্যাপী কর্মসূচীর এদিন ছিল তৃতীয় দিন। এদিন থানার পক্ষ থেকে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

এখানে কোক ওভেন থানার অধীন বিভিন্ন এলাকার শতাধিক কচিকাঁচা অংশ নেয়। থানার পক্ষ থেকে জানানো হয়েছে বিভিন্ন বিভাগে সফল প্রতিযোগীদের পদক ও পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানিয়েছেন কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হক।
