কেক কেটে কমিশনারেটের জন্মদিন পালন কোক ওভেন থানায়

0
37

ডেটলাইন দুর্গাপুর,১ সেপ্টেম্বরঃ অভিশপ্ত করোনাকালের ঠিক পরেই ২০২০ সালের ১৭ আগস্ট নবান্নে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের পুলিশকর্মীদের কাজের প্রশংসা করে ১ সেপ্টেম্বর দিনটিকে পুলিশ দিবস হিসাবে পালনের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে প্রতি বছর রাজ্যে ১ সেপ্টেম্বর দিনটি পুলিশ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবছরও সারা রাজ্যেই নানা কর্মসূচীর মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। পশ্চিম বর্ধমান জেলায় এই একই দিনে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট গঠিত হয়। পশ্চিমবঙ্গের রাজনীতিতে পরিবর্তন আসার পর ২০১১ সালে রাজ্যের সার্বিক আইন শৃঙ্খলার উন্নতির লক্ষ্যে একাধিক পুলিশ কমিশনারেট তৈরী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই একটি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ২০১১ সালে ১ সেপ্টেম্বর অবিভক্ত বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুর মহকুমা নিয়ে গঠিত হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। তাই একদিকে পুলিশ দিবস আর সেই সঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একাধিক কর্মসূচী নিয়েছে কোক ওভেন থানা। ফুল ও নীল সাদা বেলুনে সাজিয়ে তোলা হয়েছে কোক ওভেন থানা। কমিশনারেটের জন্মদিন পালন করা হয় কেক কেটে। সকল পুলিশকর্মী ও সাধারন মানুষের উপস্থিতিতে কেক কাটেন কোক ওভেন থানার ওসি মইনুল হক।পাশাপাশি,এদিন থানা চত্বরে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয় এবং এলাকায় খেলাধূলার প্রসারের লক্ষ্যে বেশ কিছু ক্লাবকে ফুটবল উপহার দেওয়া হয়। কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক মইনুল হক পুলিশ দিবস ও কমিশনারেটের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here