ডেটলাইন দুর্গাপুর,২৯ অক্টোবরঃ সমাজ আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গেই বেড়েছে নিত্য নতুন অপরাধও। যার অন্যতম হল সাইবার প্রতারনা। বর্তমান অনলাইন যুগে একটা বড় অংশের মানুষ কেনাকাটা সহ ব্যাঙ্কের কাজকর্ম মোবাইলেই করে থাকে। আর সেই সুযোগটাকেই কাজে লাগায় সাইবার ক্রাইম চক্র। নানা কৌশলে এই চক্র গ্রাহকদের ব্যাঙ্ক থেকে টাকা লুঠ করে নেয়। অজ্ঞতা ও অসচেতনতার কারনে সাধারন মানুষ এই চক্রের শিকার হয়ে থাকেন। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সাধারন মানুষকে প্রায় সারা বছর নানা কর্মসূচী ও প্রচারের মাধ্যমে সাইবার ক্রাইম বিষয়ে সতর্ক ও সচেতন করে চলেছে। তাতে মানুষ অনেকটাই সচেতন হয়েছে বলে জানান, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা। মঙ্গলবার কোক ওভেন থানার উদ্যোগে আয়োজিত হয় ‘ফিরে পাওয়া’ এবং ‘বসন পরো মা’ কর্মসূচী। বিগত সময়ে বেশ কিছু মানুষ সাইবার প্রতারনার শিকার হয়েছিলেন বলে কোক ওভেন থানায় অভিযোগ দায়ের করেছিলেন। তাদের মধ্যে ১০টি পরিবারের মোট খোয়া যাওয়া প্রায় সাড়ে তিন লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ এবং সেই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে এদিনের অনুষ্ঠানে জানান, ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা। এদিন সেই সব ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। টাকা ফেরৎ পেয়ে তারাও পুলিশের কাজে সন্তোষ প্রকাশ করেছেন।

অভিষেক গুপ্তা জানান, পুলিশের তরফে একদিকে যেমন লাগাতার সাইবার ক্রাইমের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে,তেমনই অন্যদিকে সাধারন মানুষের মধ্যেও এনিয়ে সচেতনতার জন্য প্রচার চালানো হচ্ছে। ফলে,মানুষ আগের থেকে অনেকটাই সতর্ক হয়েছেন বলে তিনি দাবি করেছেন। এদিন ‘বসন পরো মা’ অনুষ্ঠানের মাধ্যমে এলাকার দুঃস্থ ৬০ জন মানুষকে কালীপুজোর আগে নতুন বস্ত্র প্রদান করা হল কোকওভেন থানার পক্ষ থেকে। ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা ছাড়াও এদিনের অনুষ্ঠানে ছিলেন এসিপি দুর্গাপুর সুবীর রায়, সিআই বুদবুদ পীযূষ কান্তি লায়েক ,কোক ওভেন থানার ওসি সুদীপ্ত পরামানিক সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা।