কোক ওভেন থানার উদ্যোগে অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির

0
344

ডেটলাইন দুর্গাপুরঃ আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ১২ বছর পূর্তি উপলক্ষে যে সপ্তাহব্যাপী কর্মসূচী গ্রহন করা হয়েছিল,আজ বৃহস্পতিবার ছিল তার সপ্তম দিন। কোক ওভেন থানার পক্ষে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। এই দিন প্রায় শতাধিক মানুষ তাদের চক্ষু পরীক্ষা করেছেন। এই দিনের কর্মসূচিতে পথ চলতি মানুষ, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে পুলিশের বিভিন্ন আধিকারিকারা তাদের চক্ষু পরীক্ষা করান। “সেভ ড্রাইভ সেভ লাইফ” কথাকে সামনে রেখে প্রতিটি গাড়ি চালক যাতে তাদের চোখের প্রতি যত্ন নেন এবং শারীরিক দিক দিয়ে সচেতন থাকার বার্তা দিয়েছেন কোক ওভেন থানার ভারপ্রাপ্ত ওসি বিজন সমাদ্দার। এছাড়াও তিনি সকলের উদ্দেশ্যে বলেন চোখ এমন একটি অমূল্য রত্ন, যা আমাদের জীবনের সবচেয়ে মৌলিক সম্পদ। আমরা চোখের মাধ্যমে বিশ্ব দেখি, শিখি, স্পর্শ করি এবং আমাদের পৃথিবীকে অভিজ্ঞান করি। এই চোখের স্বাস্থ্য সম্পর্কে সাবধান থাকা খুবই গুরুত্বপূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here