ডেটলাইন দুর্গাপুরঃ দুর্ঘটনা কারুরই কাম্য নয়, তবু যদি দুর্ঘটনা ঘটে যতটা কষ্ট তার পরিবারের হয় ততটা কষ্ট পুলিশ ডিপার্টমেন্টের হয় সুতরাং সকলকে দেশের আইন কানুন মেনে চলতে হবে, বুধবার দুর্গাপুরের ৪৩ নম্বর ওয়ার্ডের ৪ নং বরো চেয়ারম্যান এবং কোক ওভেন থানার সহযোগিতায় নডিহা শিব মন্দিরে আয়োজিত জনকল্যাণমূলক কর্মসূচীর বিশেষ অনুষ্ঠানে এসে এমনই বার্তা দিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিং। মহাত্মা গান্ধীজির সার্ধশতবর্ষ উপলক্ষে ৪ নং বরো চেয়ারম্যান এবং কোক ওভেন থানার সহযোগিতায় নডিহা শিবতলা প্রাঙ্গনে “সেভ ড্রাইভ সেভ লাইফ” কর্মসূচীর বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়। দেবী পক্ষে পূণ্য লগ্নে মায়েদের তথা মহিলাদের হেলমেট প্রদান করার পাশাপাশি সামনেই শারদীয়া উৎসবের কথা মাথায় রেখে এদিন এলাকার গরীব মানুষদের মধ্যে নতুন পোষাক বিতরন করা হয়।
এছাড়া এই অনুষ্ঠানে পরিবেশ চেতনাবৃদ্ধির লক্ষ্যে পুস্তক সংগ্রহশালা, মৃৎ শিল্পীদের সাহায্য, মেডিসিন ব্যাঙ্ক সহ একগুচ্ছ সামাজিক কর্মসূচীর সূচনা হয়।এদিনে উপস্থিত চন্দ্রশেখর ব্যানার্জী জানান প্রতিমা তেই শুধু মা দুর্গা নেই প্রতিটি মা তেই মা দুর্গা আছে। শুধু দূর্গা পুজো করলেই হবে না। মায়েদের তথা মহিলাদের যথাযোগ্য সম্মান দিতে হবে।তবেই দূর্গাপুজো করার সার্থকতা মিলবে।অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের উপস্থিত ছিলেন ডিসিপি অভিষেক গুপ্তা,এসিপি সন্দীপ কাড়া, সার্কেল ইন্সপেক্টর নন্দন মন্ডল,কোকওভেন থানার আধিকারিক সন্দীপ দাস,ওসি ট্রাফিক ইলাল হোসেন সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা।