ডেটলাইন দুর্গাপুরঃ করোনা ভাইরাসের মোকাবিলায় বিশ্ব জুড়েই যুদ্ধ চলছে। দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট(সিএমইআরআই) এর গবেষকরাও একের পর এক জীবাণু নাশক যন্ত্র আবিষ্কার করে চলেছেন। এবার এখানকার গবেষক ও বিজ্ঞানীরা হাতকে জীবাণুমুক্ত করার জন্য পোর্টেবল টাচ ফ্রি সোপ কাম ওয়াটার ডিস্পেন্সিং সিস্টেম তৈরি করলেন। এখন হাত ধুতে গেলে কল স্পর্শ করতে হয়তবেই জল পড়ে এবং হাত ধোয়ার পর আবারও কল বন্ধ করতে হয়। তাতে জীবাণুর সংস্পর্শে আসতেই পারে যে কেউ। আর সেই সংক্রমণ এড়াতেই এই পোর্টেবল টাচ ফ্রি সোপ কাম ওয়াটার ডিস্পেন্সিং সিস্টেম যন্ত্রটি আবিষ্কার করেছেন এখানকার বিজ্ঞানীরা। এই যন্ত্রটিতে সেন্সর বসানো আছে। সেন্সরের কাছে হাত নিয়ে গেলেই সাবান জল বেরিয়ে আসবে এবং হাত পরিস্কার করার পর নির্দিষ্ট সময়ে জল বেরোনো বন্ধ হয়ে যাবে। হাতে কোন ওরকম স্পর্শ হবে না তাই জীবাণু ছড়ানোরও ভয় থাকবে না। সিএমইআরআইয়ের ডিরেক্টর হরিশ হিরানি জানিয়েছেন, যে সব জায়গায় অনেক মানুষের সমাগম হয়, সেখানে হাত জীবাণুমুক্ত করার জন্য এই পোর্টেবল টাচ ফ্রি সোপ কাম ওয়াটার ডিস্পেন্সিং সিস্টেম বিশেষভাবে কাজে লাগবে। বিভিন্ন হাসপাতাল,শপিং মল, হোটেল, রেস্টুরেন্ট, অফিস,আদালতের মতো জনবহুল এলাকাগুলিতে এই ওয়াশ মেশিন কাজে লাগবে।