ডেটলাইন দুর্গাপুরঃ আগামীকাল দুর্গাপুর সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরের দিকে তিনি পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার সরকারী আধিকারিকদের নিয়ে সৃজনী প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে একদিকে যেমন সক্রিয় পুলিশ প্রশাসন তেমনই অন্যদিকে মমতার দুর্গাপুর সফর নিয়ে চূড়ান্ত প্রস্তুতি চলছে দলীয় স্তরেও। শহীদ ভগৎ সিং স্টেডিয়ামে নামবে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার। সেখান থেকে গাড়িতে তিনি আসবেন সৃজনীতে।
এই দেড় কিলোমিটার রাস্তার দুদিকে এবং রোটারিতে তৃণমূলের পতাকা দিয়ে সাজানো হয়েছে। সঙ্গে রয়েছে মুখ্যমন্ত্রীর ছবিও। এদিন এই সফরকে ঘিরেই দলের নেতা কর্মীদের সঙ্গে বিশেষ বৈঠক করে নিলেন রাজ্যের মন্ত্রী তথা জেলার তৃণমূলের পর্যবেক্ষক অরুপ বিশ্বাস। যদিও তিনি জানিয়েছেন, পুজোর পর দলের নেতা ও কর্মীদের সঙ্গে বিজয়ার শুভেচ্ছা বিনিময়ের জন্যই এসেছেন। তবে আগামীকাল মুখ্যমন্ত্রীর দুর্গাপুর সফরের আগে দলের নেতাদের বিশেষ কিছু বার্তা দিতেই যে তিনি তাদের সঙ্গে দেখা করলেন তা বলাই বাহুল্য। মিডিয়ার সঙ্গে কথা বলার সময় অরুপবাবু জানান, সারা বিশ্বের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র মুখ্যমন্ত্রী যিনি সরাসরি জেলায় এসে সেখানকার সমস্যার কথা জেনে সঠিক সিদ্ধান্ত দেন। এটা অবশ্যই এরাজ্যের মানুষের এক বড় প্রাপ্তি। তিনি আরও জানান, বিগত ৭-৮ বছরে আসানসোল ও দুর্গাপুরের অনেক উন্নতি হয়েছে। তাই লোকসভা নির্বাচনেও তৃণমূল জিতবে। অরুপ বিশ্বাসের সঙ্গে ছিলেন বিধায়ক তথা তৃণমূলের জেলা শ্রমিক সংগঠনের সভাপতি বিশ্বনাথ পাড়িয়াল,জেলার কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায়,মেয়র দিলীপ অগস্তিসহ অন্যান্য নেতা ও জনপ্রতিনিধিরা।